শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৫:৩১ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দাবদাহে হাট-বাজারে তালের শাঁসের কদর বেড়েছে

তালের শাঁস কিনতে দাঁড়িয়ে ক্রেতারা। ছবি : কালবেলা
তালের শাঁস কিনতে দাঁড়িয়ে ক্রেতারা। ছবি : কালবেলা

দিনাজপুর বিরামপুরে তীব্র দাবদাহের প্রভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমের হাত থেকে দেহ সতেজ রাখতে ভিড় জমাচ্ছেন কচি তালের শাঁস কিনতে। মানুষ দেহকে ক্লান্তিহীন রাখতে পুষ্টিগুণে ভরা তালশাঁস খাচ্ছেন। গ্রীষ্মের এই দিনে কচি তালের শাঁস জনপ্রিয় একটি খাবার। মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা আগাম এসব তালের শাঁস এখন পাওয়া যাচ্ছে সব জায়গায়।

স্থানীয় হাটবাজার, বিভিন্ন সড়কের মোড়ে কচি তালের শাঁস বেচা-কেনার ধুম পড়েছে। এখন কচি তালের ভরা মৌসুম হওয়ায় স্থানীয়ভাবে স্বল্প আয়ের মানুষ তালের শাঁস বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন। কাঁচা তালের প্রতি পিস আটি বিক্রি করা হচ্ছে ৬ টাকা করে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিরামপুর রেলগেট, জনতার ব্যাংক মোড়, কলাবাগান, নতুন বাজার, পুরাতন বাজার, ঢাকা মোড়, কলেজ বাজারসহ বিভিন্ন রাস্তার মোড়ে কচি তালের শাঁসের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ফল বিক্রেতারা।

এসব দোকানে ছোট-বড় সব শ্রেণি-পেশার মানুষ তালের শাঁস কিনতে ভিড় করছেন। বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে তালের শাঁস খুঁজতে মানুষের ভিড় বাড়ছে। এক সময় এ অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে কিংবা বসতবাড়িতে অসংখ্য তালগাছের দেখা মিললেও কালের বিবর্তনে দিন দিন ঐতিহ্যবাহী এসব তালগাছ বিলুপ্তির পথে।

উপজেলার রেলগেটে তালের শাঁস বিক্রেতা জাকির হোসেন বলেন, প্রতিদিন ৬-৮ হাজার টাকার তালের শাঁস বিক্রি হচ্ছে তার।

জনতা ব্যাংক মোড়ে তালশাঁস বিক্রেতা সাদ্দাম হোসেন জানান, গ্রামের বিভিন্ন এলাকা থেকে ও জয়পুরহাট জেলার তিলকপুর থেকে কচি তাল সংগ্রহ করে এনেছি। খুচরাভাবে তালের প্রতি শাঁস-আঁটি বিক্রি করা হচ্ছে ৬-৭ টাকা করে। আরেক শাঁস বিক্রেতা শাহিনুর ইসলাম জানান, বিভিন্ন এলাকার বাড়িতে গিয়ে তালগাছের মালিকদের কাছ থেকে চুক্তিতে কাঁচা তাল কিনে খুচরা বিক্রি করছি। গরমের পরিমাণ বেশি হওয়ায় খোলাবাজারে তালের শাঁসের চাহিদা বেড়েছে।

সোমবার সকালে উপজেলার জনতা ব্যাংক মোড়ে শাঁস বিক্রেতা সাদ্দাম হোসেনের দোকানে শাঁস কিনছিলেন স্কুলপাড়া গ্রামের লাবনী খাতুন। তিনি জানান, তালের শাঁস খেতে খুবই মজাদার। গরমে শাঁস খেতে ভালো লাগে। প্রায়ই আমি এ শাঁস কিনে খাই। গরমে শাঁস খেলে স্বস্তিও লাগে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম রসুল রাখি বলেন, তালের শাঁসের প্রায় ৮০ শতাংশই পানি। এতে রয়েছে কার্বহাইড্রেট, অল্প পরিমাণ প্রোটিন ও ফ্যাট। রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক ইত্যাদি। আরও রয়েছে ফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। অন্যদিকে কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করে। মৌসুমে স্বাস্থ্য উপকারিতায় বেশি করে কচি তালের শাঁস খাওয়ার পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১০

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১১

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১২

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৪

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৬

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৮

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৯

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০
X