কক্সবাজারে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে নির্যাতন, অত্যাচার ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।
সোমবার (৩ জুন) দুপুরে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা সভাপতি নুরুল হাকিম নকী এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি সময়ে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও তার বাহিনীর নেতৃত্বে আমার বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। নির্যাতন করে আমার ভাই ও স্ত্রীদের। তাদের রক্ষা করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন স্থানীয়রাও। এমনকি মারধরের ঘটনা ভিডিও ধারণ এবং প্রচারের কারণে এক মহিলা ও এক গণমাধ্যম কর্মীকে মারধর করা হয় বলে দাবি করেছেন তিনি।
নুরুল হাকিম নকীর দাবি, ১৯৭১ সালে সোহেল জাহানের বাবা মুক্তিযোদ্ধা পরিবারের ওপর নির্যাতন চালিয়ে ছিলেন। তিনি এখন মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা চালাচ্ছেন। তার অত্যাচার ও অব্যাহত হুমকিতে আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। যে কোনো সময় আমার ওপর হামলা হতে পারে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কামাল হোসেন চৌধুরী বলেন, স্বাধীন দেশে একটি মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, তাদের ওপর নির্যাতন চালানো হবে তা কখনো মেনে নেওয়া যায় না। এ ন্যক্কারজনক ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে গ্রেপ্তার করে মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন