মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পছন্দের প্রার্থীকে ভোট না দিলে হাতুড়িপেটার হুমকি আ.লীগ নেতার

অভিযুক্ত আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার। ছবি : সংগৃহীত

‘নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করা হবে’ এমন হুমকির অভিযোগ উঠেছে বরগুনা তালতলী উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।

এ বিষয়ে মঙ্গলবার (৪ জুন) বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ওই আ.লীগ নেতার নাম আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি ঘোড়া প্রতীক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চান এবং সভা সমাবেশে বক্তব্য দেন। গত তিন দিন আগে তিনি তার এলাকার ভোটারদের রেজবি-উল কবিরের পক্ষে কাজ করতে নির্দেশ দেন কিন্তু ভোটাররা তাতে রাজি নয়। তাতে ক্ষিপ্ত হন আব্দুর রাজ্জাক। পরে তিনি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থকদের হাতুড়িপেটার হুমকি দেন।

চন্দনতলা গ্রামের নাশির হাওলাদার বলেন, চেয়ারম্যান রাজ্জাক আমাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। আমি ভোটকেন্দ্রে গেলে আমাকে তার হাতুরি বাহিনী দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেবে। তিনি আরও বলেন, আমার মতো এমন বেশ কয়েকজনকে চেয়ারম্যান হুমকি দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু বলেন, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার ঘোড়া প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক ও কর্মী। তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামসহ বিভিন্ন এলাকার ভোটারদের তার পছন্দের ঘোড়া প্রতীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করবেন বলে হুমকি দিচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পচাকোড়ালিয়া ইউনিয়নে সুষ্ঠু ভোটগ্রহণ বাধাগ্রস্ত হবে।

পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।

চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার আমার সমর্থক কিন্তু তিনি ভোটারদের হুমকি দিয়েছেন কিনা আমার জানা নেই।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১০

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১২

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৪

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৫

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৬

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৭

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৮

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৯

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

২০
X