বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পছন্দের প্রার্থীকে ভোট না দিলে হাতুড়িপেটার হুমকি আ.লীগ নেতার

অভিযুক্ত আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার। ছবি : সংগৃহীত

‘নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করা হবে’ এমন হুমকির অভিযোগ উঠেছে বরগুনা তালতলী উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।

এ বিষয়ে মঙ্গলবার (৪ জুন) বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার কাছে অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ওই আ.লীগ নেতার নাম আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি ঘোড়া প্রতীক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চান এবং সভা সমাবেশে বক্তব্য দেন। গত তিন দিন আগে তিনি তার এলাকার ভোটারদের রেজবি-উল কবিরের পক্ষে কাজ করতে নির্দেশ দেন কিন্তু ভোটাররা তাতে রাজি নয়। তাতে ক্ষিপ্ত হন আব্দুর রাজ্জাক। পরে তিনি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থকদের হাতুড়িপেটার হুমকি দেন।

চন্দনতলা গ্রামের নাশির হাওলাদার বলেন, চেয়ারম্যান রাজ্জাক আমাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। আমি ভোটকেন্দ্রে গেলে আমাকে তার হাতুরি বাহিনী দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেবে। তিনি আরও বলেন, আমার মতো এমন বেশ কয়েকজনকে চেয়ারম্যান হুমকি দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টু বলেন, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার ঘোড়া প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের সমর্থক ও কর্মী। তিনি পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামসহ বিভিন্ন এলাকার ভোটারদের তার পছন্দের ঘোড়া প্রতীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়িপেটা করবেন বলে হুমকি দিচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পচাকোড়ালিয়া ইউনিয়নে সুষ্ঠু ভোটগ্রহণ বাধাগ্রস্ত হবে।

পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি।

চেয়ারম্যান প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার আমার সমর্থক কিন্তু তিনি ভোটারদের হুমকি দিয়েছেন কিনা আমার জানা নেই।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১০

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১১

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১২

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৩

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৪

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

১৫

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

১৬

হৃতিক রোশনের প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’

১৭

ধর্ম যার যার নিরাপত্তা সবার : আমীর খসরু

১৮

স্বাস্থ্যকর ঘুমের ১২ অভ্যাস

১৯

বাংলাদেশকে দুঃসংবাদ দিল ইতালি সরকার

২০
X