বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের মহাসড়কে গাড়ির পেছনে গাড়ি, নেই যানজট

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনে ধীরগতির খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনে ধীরগতির খণ্ডচিত্র। ছবি : কালবেলা

ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটেই যানবাহনের সংখ্যা বেড়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যাতায়াতের অন্যতম এসব রুটে স্বাভাবিকের চেয়ে আড়াই থেকে তিনগুণ বেশি গাড়ি চলাচল করছে। এক গাড়ির পেছনে অপর গাড়ি ছুটে চললেও কোথাও কোনো যানজট নেই।

শনিবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর, মুলিবাড়ি, কড্ডার মোড় ও নলকা এলাকায় দেখা যায়, সকাল থেকেই যানবাহনের প্রচণ্ড চাপ। দূরপাল্লার বড় বাস ছাড়াও মিনিবাস, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও বাইকে চেপে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ি রয়েছে। তবে কোথাও যানজট চোখে পড়েনি। দুপুরের দিকে অতিরিক্ত গাড়ির চাপের কারণে বঙ্গবন্ধু সেতুর ঢাকামুখী লেন বন্ধ করে দিয়ে উভয় লেনেই উত্তরবঙ্গগামী গাড়ি ছেড়ে দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, আমাদের এ রুটে গাড়ির পিছে গাড়ি থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। চাপ সামাল দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল পুলিশের প্ল্যান অনুযায়ী ঢাকামুখী লেনে গাড়ি টোল প্লাজায় থামিয়ে দিয়ে বঙ্গবন্ধু সেতুর উভয় লেনেই উত্তরবঙ্গগামী গাড়ি ছেড়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাফর উল্লাহ বলেন, সকাল থেকে গাড়ির চাপ ব্যাপকভাবে বাড়তে থাকে। একপর্যায়ে আমাদের সেন্ট্রাল প্ল্যান অনুযায়ী দুপুরের দিকে ঢাকামুখী গাড়ির লেনটি বন্ধ করে দেওয়া হয়। ৪টি লেনেই উত্তরাঞ্চলগামী গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আধা ঘণ্টা পর স্বাভাবিক হয়ে আসলে আবারও ঢাকামুখী লেন চালু হয়।

তিনি বলেন, গাড়ির চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। এবারও ঈদযাত্রায় মানুষের আর ভোগান্তি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ মাঠে রয়েছে। জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে। রয়েছে ৩৭টি মোবাইল টিম, ১৯টি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকেও মহাসড়কে পুলিশ মোতায়েন রয়েছে। মনিটরিংয়ের জন্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১০

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১১

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১২

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৩

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৪

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৫

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৬

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৭

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৮

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৯

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

২০
X