সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরের মহাসড়কে গাড়ির পেছনে গাড়ি, নেই যানজট

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনে ধীরগতির খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনে ধীরগতির খণ্ডচিত্র। ছবি : কালবেলা

ঈদে ঘরে ফেরা যাত্রীদের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটেই যানবাহনের সংখ্যা বেড়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যাতায়াতের অন্যতম এসব রুটে স্বাভাবিকের চেয়ে আড়াই থেকে তিনগুণ বেশি গাড়ি চলাচল করছে। এক গাড়ির পেছনে অপর গাড়ি ছুটে চললেও কোথাও কোনো যানজট নেই।

শনিবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্বর, মুলিবাড়ি, কড্ডার মোড় ও নলকা এলাকায় দেখা যায়, সকাল থেকেই যানবাহনের প্রচণ্ড চাপ। দূরপাল্লার বড় বাস ছাড়াও মিনিবাস, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও বাইকে চেপে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ি রয়েছে। তবে কোথাও যানজট চোখে পড়েনি। দুপুরের দিকে অতিরিক্ত গাড়ির চাপের কারণে বঙ্গবন্ধু সেতুর ঢাকামুখী লেন বন্ধ করে দিয়ে উভয় লেনেই উত্তরবঙ্গগামী গাড়ি ছেড়ে দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, আমাদের এ রুটে গাড়ির পিছে গাড়ি থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। চাপ সামাল দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল পুলিশের প্ল্যান অনুযায়ী ঢাকামুখী লেনে গাড়ি টোল প্লাজায় থামিয়ে দিয়ে বঙ্গবন্ধু সেতুর উভয় লেনেই উত্তরবঙ্গগামী গাড়ি ছেড়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাফর উল্লাহ বলেন, সকাল থেকে গাড়ির চাপ ব্যাপকভাবে বাড়তে থাকে। একপর্যায়ে আমাদের সেন্ট্রাল প্ল্যান অনুযায়ী দুপুরের দিকে ঢাকামুখী গাড়ির লেনটি বন্ধ করে দেওয়া হয়। ৪টি লেনেই উত্তরাঞ্চলগামী গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আধা ঘণ্টা পর স্বাভাবিক হয়ে আসলে আবারও ঢাকামুখী লেন চালু হয়।

তিনি বলেন, গাড়ির চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। এবারও ঈদযাত্রায় মানুষের আর ভোগান্তি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ মাঠে রয়েছে। জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে। রয়েছে ৩৭টি মোবাইল টিম, ১৯টি টহল টিমের পাশাপাশি সাদা পোশাকেও মহাসড়কে পুলিশ মোতায়েন রয়েছে। মনিটরিংয়ের জন্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে এমএলএসে মেসির নতুন ইতিহাস

মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টা, ২৭ জেলে আটক

ফেসবুকে নতুন চমক, আসছে ইনস্টাগ্রামের মতো ফিচার

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে : আসিফ মাহমুদ

বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

গুরুত্বপূর্ণ দুই সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’র খসড়ার মতামত গ্রহণ সম্পন্ন

মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

১০

অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞার সংশোধন করল খুলনা মেডিকেল

১১

আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

১২

হঠাৎ কেন দাম কমলো ক্রিপ্টোকারেন্সির?

১৩

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

১৪

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের স্মারকলিপি

১৫

ইউএস-বাংলা গ্রুপের ট্যাক্স বিভাগে চাকরির সুযোগ

১৬

শিক্ষকদের ছত্রভঙ্গ, যান চলাচল স্বাভাবিক

১৭

বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল আর্জেন্টিনা

১৮

ওয়াই-ফাই রেডিয়েশনে কতটা ঝুঁকিতে আমরা?

১৯

ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

২০
X