বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বনাথে বন্যা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় পায়নি অর্ধশত বানভাসী

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে বন্যাকবলিত ১১ পরিবারের প্রায় অর্ধশত মানুষ আশ্রয় পায়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে বন্যাকবলিত উপজেলার রামপাশা ইউনিয়নের চকরামপ্রসাদ গ্রামের পরিবারগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নিতে এলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন অর্ধশত বন্যার্ত মানুষকে আশ্রয় না দিয়ে পানি, বিদ্যুৎ লাইন বন্ধ ও বাথরুমের তালা মেরে চলে যান।

পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কাদিপুর শাহজালাল পল্লী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় এই পরিবারগুলো। এ নিয়ে উপজেলাজুড়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

আশ্রয় নেওয়া নিপা বেগম, নিবন্ধ বিকাশ দাশ ও বাহার বেগম জানান, তাদের ঘরে পানি উঠায় তারা পরিবার নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নিলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার সুমন এসে বিদ্যুৎ, পানি, বাথরুম বন্ধ করেন এবং তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। তারা তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্যের সাহায্য নিলে তিনিও ব্যর্থ হন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সরেজমিন গিয়ে তাদের পাশের কাদিপুর শাহজালাল পল্লী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেন। পরে তাদের শুকনো খাবারও দিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে তাদের মধ্যে খাদ্য সামগ্রী ও গো-খাদ্য বিতরণ করেন ইউএনও।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় জানাজানি হলে ফুঁসে উঠে এলাকার জনসাধারণ। শুক্রবার দুপুর ২টায় স্থানীয়রা হাসপাতালের সামনে আন্দোলনের ডাক দেন। পরে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট সরেজমিন গিয়ে সবাইকে আশ্বস্ত করে এলাকার পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী বলেন, ডা. দেলোয়ার হোসেন সুমনকে আমি অনেকভাবে বলেছি, কিন্তু তিনি আমার কথা শুনেননি।

তিনি আরও বলেন, ২০২২ সালের বন্যায় ২০টি পরিবার এই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আশ্রয় নিয়েছিল।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বলেন, আমার ওপর আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, আশ্রয় নেওয়া পরিবারগুলোকে পাশের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছি। কারণ স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক রোগী ভর্তি রয়েছেন। তারা গ্যাস সিলিন্ডার নিয়ে হাসপাতালে এসেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, এ বিষয়ে আমার কেনো কিছু জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১০

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১১

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১২

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১৩

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৪

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৫

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৬

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৭

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৯

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

২০
X