বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহতের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়েছে বরগুনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
কর্তৃপক্ষ জানায়, সেতু ঝুঁকিপূর্ণ অবগত করে সেতুর পাশে সতর্কীকরণ সাইনবোর্ডও লাগানো হয়েছিল।
ওই সাইনবোর্ড টানিয়ে জানানো হয়, ‘ঝুঁকিপূর্ণ সেতু, ভারী যানবহন চলাচল নিষেধ। আদেশক্রমে নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, বরগুনা।’
তবে এলজিইডির সতর্কতা উপক্ষো করে ওই সেতুতে বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করছিল। যার পরিপ্রেক্ষিতে আজকের এ দুর্ঘটনা সংঘটিত হয়। যেখানে মাইক্রোবাস পারাপারের সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এতে ৯ জনের প্রাণহানি ঘটে।
এ দুর্ঘটনার পরপরই এক বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বিজ্ঞপ্তিতে জানায়, বরগুনার আমতলীর হলদিয়া হাট সংলগ্ন চাওড়া খালের ওপর নির্মিত ৮৫ মিটার দীর্ঘ ব্রিজটি উত্তরপাশে ২টি স্পেন যাত্রীবোঝাই মাইক্রোবাস নিয়ে ধসে পড়ে। আয়রন ব্রিজটি আমতলী বাসস্ট্যান্ড-হলদিয়া হাট ভায়া জুলেখার স্লুইজগেট সড়কের চেইনেজে অবস্থিত। ব্রিজটি হালকা যান চলাচলের জন্য নির্মিত হয়েছিল।
ব্রিজটি নির্মাণের পর দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় লবণাক্ততার কারণে নষ্ট হয়ে গেছে। ব্রিজের মাঝখানে আরসিসি ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক আগেই সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো হয়েছে। এ ছাড়া ভেঙে পড়া সেতুর জায়গায় নতুন গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
মন্তব্য করুন