রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি সাদেক খানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান এ রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর রিমান্ডের এ আদেশ দেন। এর আগে শনিবার সন্ধ্যার দিকে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম হত্যা মামলা করেন।
মন্তব্য করুন