রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তত্ত্বাবধানে সাড়ে ৮ কেজি কোকেনসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের তত্ত্বাবধানে আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৮ কেজি ৫৫০ গ্রাম কোকেন, ১ লাখ ৪৪ হাজার ৫০০ পিস ইয়াবা, অর্ধশতাধিক বোতল বিদেশি মদ এবং আধা কেজি গাঁজা। আদালতের নির্দেশে এসব মাদক আদালত প্রাঙ্গণে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হয়।
এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা, ডিএমপির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার সদস্যও উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, জব্দ করা এসব মাদকদ্রব্য বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে মামলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়েছে।
মন্তব্য করুন