বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ববিতে কর্মকর্তাদের আন্দোলনে নিষেধাজ্ঞা

ববিতে কর্মকর্তাদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : কালবেলা
ববিতে কর্মকর্তাদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তাদের মধ্যকার সংঘাতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে চলমান সর্বজনীন পেনশন প্রত্যাহার আন্দোলনে বিদ্যমান সংগঠন দুটির আন্দোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শফিউল আলমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম ও ড. মো. মাহফুজ আলম এবং রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

এ বিষয়ে উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনে নামে কর্মকর্তাদের দুই সংগঠনের বিবাদ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চলমান কর্মবিরতি আন্দোলনে কর্মকর্তাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম মোবাইল ফোনে তাদের কর্মবিরতি আন্দোলন কার্যক্রম চালিয়ে যেতে নিষেধ করেছেন। এর আগে ক্যাম্পাস এলাকায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষকদের পেনশন আন্দোলন চলার সময় গ্রাউন্ড ফ্লোরে বসা এবং ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে।

সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো লাগাতার আন্দোলন শুরুর সময় ক্যাম্পাসে সদ্য প্রতিষ্ঠিত ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাদের ব্যানার টানিয়ে আন্দোলনে বসেন। এ সময় বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এসে ব্যানারটি ছিঁড়ে ফেলে।

বেলা সাড়ে ১১টা নাগাদ ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আবার তাদের ব্যানার টানালে প্রতিপক্ষের লোকেরা এসে হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘাতে লিপ্ত হয়, করা হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন জখম হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং দুটি গ্রুপকে দুদিকে সরিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

বগুড়ার ৫ আসনে বিএনপির যেসব প্রার্থী আলোচনায়

চতুর্থ বর্ষে কালবেলা, আলেমদের শুভেচ্ছা-দোয়া

বড় চমক রেখে সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

১০

অত্যন্ত চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে : রাবি প্রক্টর

১১

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

১২

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

১৩

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

১৪

এইচএসসি ২০২৫: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে কারা এগিয়ে

১৫

বাংলাদেশে কোপেলের আঞ্চলিক প্রতিনিধি, মেক্সিকোতে এক বিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা 

১৬

শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি : নাহিদ

১৭

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য ৫ লাখের বেশি

১৮

অমোচনীয় কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন রাবি ভিসি

১৯

কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন?

২০
X