শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তুমুল বৃষ্টিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন

বৃষ্টি উপেক্ষা করে কোটাবিরোধী আন্দোলনে শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বৃষ্টি উপেক্ষা করে কোটাবিরোধী আন্দোলনে শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

তুমুল বৃষ্টিতে ভিজে ভিজে কোটাবিরোধী আন্দোলন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কোটা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেন এবং শিক্ষার্থীরা গানে গানে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন।

কোটা বৈষম্যবিরোধী এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল হয়ে পড়ে শাবিপ্রবি ক্যাম্পাস। ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’। ‘কোটা না মেধা?, মেধা মেধা’। ‘হাইকোর্টের রায় মানি না মানব না’। ‘কোটা বাতিল করো, বাতিল করো’, ‘ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ’। ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’। ‘দাবি এক দফা এক, কোটামুক্ত বাংলাদেশ’। ’প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন’। এমন নানা রকম স্লোগানসহ কোটা প্রথা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।

স্লোগান শেষে বক্তারা বলেন, কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না। দেশের ১০ ভাগ মানুষের মধ্যে ৫০ শতাংশেরও বেশি চাকরি মাত্র ০.১৪ ভাগ মানুষের দখলে। আর বাকি ৯.৮৬ ভাগ মানুষের জন্য কেনো ৫০ শতাংশেরও কম চাকরির সুযোগ? এই বৈষম্য কবে দূর হবে? চাষার ছেলে আজীবন কি চাষায় থাকবে? গরিবের ছেলের কি পড়াশোনা শেষ করে চাকরি করতে ইচ্ছে করে না? দেশটাকে আর কত শোষণ করবেন? কেটে খাওয়া মানুষের রক্ত আর কতদিন চুষে খাবেন? আমাদের অধিকার আর কত খর্ব করবেন? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের আর পিছনে যাওয়ার রাস্তা নাই।

বক্তারা আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে কোটার পাশাপাশি দুর্নীতি নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমরা দিনরাত এক করে পড়াশোনা করব, আর কোটাধারীরা ৫৬ শতাংশ সিট নিয়ে নিবে। আর যাদের টাকা আছে তারা প্রশ্ন কিনে নিবে। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা আসলে করবটা কি? আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নাই। প্রকৃতপক্ষে, দেশটার উপরের খোলসটা আছে, ভিতরে ফাঁপা। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করে সরকারি চাকরিতে কোটা বাতিল পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X