শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৭:৩২ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে হাতাহাতি, আহত ৩

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কোটা বৈষম্য নিরসনের একদফা দাবি আদায়ে চলমান আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) রাতে রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির, রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব এবং গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে মিছিল বের করে। মিছিলে ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ স্লোগান দিতে দেখা যায়।

বিপরীতে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শাহ পরাণ হল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ স্লোগানে মিছিল বের করেন।

সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও প্রধান ফটক থেকে সাধারণ একত্রিত হয়ে মিছিল বের করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে ছাত্রলীগের মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে মুখামুখি হয়। পরে দুপক্ষের স্লোগানে উত্তাল হয়ে পড়লে হাতাহাতি হয়। পরে এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেয়। পরে শিক্ষার্থীরা শাহপরাণ হলের সামনে এসে স্লোগান দিতে থাকে।

এদিকে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও সৈয়দ মুজতবা আলী হলে এ স্লোগান দেন শিক্ষার্থীরা। এমনকি ছাত্রীদের আবাসিক হলগুলোতে এ স্লোগান দেওয়ার খবর পাওয়া গেছে। একদিকে আন্দোলনকারীদের স্লোগান আর অন্যদিকে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে আমরা রাস্তায় মিছিল বের করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১০

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১১

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১২

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১৩

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১৪

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৫

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৬

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৭

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৮

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৯

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

২০
X