জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর, ছাত্রলীগকে পাল্টা ধাওয়া

হল ছাত্রলীগের ওপর ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন কোটাবিরোধী সহস্রাধিক শিক্ষার্থী। ছবি : কালবেলা
হল ছাত্রলীগের ওপর ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন কোটাবিরোধী সহস্রাধিক শিক্ষার্থী। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে আটকে হেনস্তা ও ফোন তল্লাশি করায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের ওপর ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন কোটাবিরোধী সহস্রাধিক শিক্ষার্থী।

এ সময় আন্দোলনকারীদের ওপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে ছাত্রলীগকে ধাওয়া করেন আন্দোলনকারীরা।

রোববার (১৪ জুলাই) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন হলের প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত ৩টায় হল থেকে বেরিয়ে স্লোগান দিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান বিশ্ববিদ্যালয় পুরো হলে ছড়িয়ে পড়ে৷ এ সময় শিক্ষার্থীরা সমস্বরে স্লোগান দিতে থাকেন। এরপর শিক্ষার্থীদের কাছে স্লোগান দেওয়ার কারণ জিজ্ঞেস করা হয়। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি করা হয়৷

এর মধ্যে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে ডেকে নিয়ে আসেন ছাত্রলীগ নেতারা৷ পরে হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের ক্ষমা চাইতে বলা হয়। ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আহ্বান করি। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী স্লোগান দেওয়ায় তাদের আটকে রেখে মোবাইল তল্লাশি করা হয়েছে, এমন খবর পেয়ে আমরা হলের সামনে আসি।

তারা আরও জানান, এরপর হল প্রভোস্টের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি ছলচাতুরির আশ্রয় নিয়ে ছাত্রলীগকে উস্কে দেয়। এ সময় ছাত্রলীগ আক্রমণাত্মক স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালালে আমরা পাল্টা ধাওয়া দেই।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, হলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে হল প্রভোস্ট ছাত্রলীগকে উস্কে দেয়। হামলায় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আমরাও ছাত্রলীগকে প্রতিহত করেছি। যতক্ষণ পর্যন্ত সিসিটিভি ফুটেজ না দেখানো হবে আমরা এখান থেকে যাব না।

বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, আজ যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমি প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. মোস্তফা ফিরোজ কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতো রাতে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সোমবার (১৫ জুলাই) প্রশাসনের সকলে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুমনার গাড়ি ঘিরে বিক্ষোভ

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের লিখিত অভিযোগ

সাংবাদিক বুলুর মৃত্যু ঘিরে সামনে এলো ‘ভিডিও’, বাড়ছে রহস্য

শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

চাকরি দিচ্ছে ওয়ান ব্যাংক, থাকছে না বয়সসীমা

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, খুশি জেলে-দর্শনার্থী

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনের মন্তব্য

সুদানে এক গ্রামে ভূমিধসে প্রাণহানি ১ হাজার, বেঁচে রইলেন মাত্র একজন

১০

ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

১১

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যে জেলায়

১২

আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

২ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ ব্যক্তি অব্যাহতি পাচ্ছেন 

১৭

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

১৮

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

১৯

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

২০
X