জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) গায়েবি জানাজা ও কফিন মিছিলে অংশ নিয়ে আন্দোলনকারীরা এ দাবি জানান।
আন্দোলনকারীদের শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে, ছাত্রীদের ছাত্রী হলের নিরাপত্তা দিতে হবে, ছাত্রলীগের প্রোগ্রামে ক্যাম্পাসের বাস দেয়া যাবে না, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে, মেসে অবস্থানরত আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থী মাসুদ বলেন, আমাদের পাঁচ দাবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। আমরা ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। আমরা সহিংসতা মুক্ত ক্যাম্পাস চাই। আমাদের দাবি মানতে হবে।
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী বাপ্পি বলেন, আমাদের সকল দাবি যৌক্তিক। আমাদের দাবি মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না।
এরআগে বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় ছাত্রী হলে ছাত্রী হলের প্রভোস্ট ও হাউস টিউটরের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে ছাত্রীরা। আন্দোলনকারীদের অবস্থানের বিষয় লিখিত বিজ্ঞপ্তি দান ও হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে তালা দিয়েছেন ছাত্রীরা।
মন্তব্য করুন