রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের ওপর হেলমেট ও মাস্কধারীদের হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান হারুন অর রশিদকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট হোস্টেলের প্রভোস্টদের সদস্য করা হয়েছে।
প্রক্টর খোরশেদ আলম বলেন, গভীর রাতে হেলমেট এবং মাস্ক পরে কারা হামলা করেছে। কী কারণে হামলা করেছে, এর সঙ্গে বহিরাগত কেউ জড়িত কি না; এগুলোসহ সার্বিক বিষয় খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
গত শনিবার রাতে একদল হেলমেটধারী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এবং বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের একাংশের রক্তিম ও বাকি গ্রুপের সদস্যদের ওপর হামলা করেন শান্ত-নাভিদ-শরীফ গ্রুপের সদস্যরা। এতে রক্তিম ও বাকি গ্রুপের মুয়ীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, ইরফান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি, সোহেল রানা এবং আয়াত উল্লাহ আহত হন।
মন্তব্য করুন