ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া বৃষ্টির পানিতে সড়ক ও রেললাইন ডুবে যাওয়ার কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার।
জানা গেছে, ভারি বর্ষণে একটি বসতঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়াসহ একজন আহত হয়েছেন। গাছ ভেঙে পড়ে মাথা ফেটে যাওয়া আহত ব্যক্তির নাম মো. হানিফ। তিনি চবির জীববিজ্ঞান অনুষদে দায়িত্বরত একজন কর্মচারী।
ঘটনাস্থলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে পাহাড় ধসে গাছ পড়ে একটি বসতঘর ভেঙে পড়েছে। বৃষ্টির পানির সঙ্গে নেমে আসা মাটিতে কাটাপাহাড় সড়ক অচল হয়ে পড়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ একাধিক জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এ ছাড়া সকাল থেকে ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ভোর রাতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় পাহাড় ধসে গাছ পড়ে ঘরের দেয়াল ভেঙে একজনের মাথা ফেটে গেছে। তাদেরকে আগেও মাইকিংয়ে সতর্ক করা হয়েছিল। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। দ্রুত সবকিছু আগের অবস্থায় ফিরে আসবে। তবে বৃষ্টির পানিতে চট্টগ্রাম শহরের সব রাস্তাঘাট ডুবে থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস ক্যাম্পাসে আসতে পারেনি এবং শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
এদিকে গত শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন, এ এফ রহমান হল, জীববিজ্ঞান অনুষদসহ বেশকিছু জায়গায় পানি উপরে উঠে যায়। এতে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে বেশ ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন