ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে হামলাকারী ২২০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সন্ধ্যায় শাহবাগ থানা চত্বরে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সন্ধ্যায় শাহবাগ থানা চত্বরে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলার আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আবেদনে ছাত্রলীগের ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন।

এর আগে একই ঘটনায় ২১ অক্টোবর শাহবাগ থানায় আরেকটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহিন সরকার। সেখানে ৩৯১ জনের নাম উল্লেখ এবং আরও ৮০০ থেকে এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার বিষয়ে সন্ধ্যায় শাহবাগ থানা চত্বরে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে প্লাটফর্মের নেতা আবদুল কাদের সাংবাদিকদের বলেন, ২১ অক্টোবরের মামলায় যাদের নাম বাদ পড়েছিল এবং যারা মূল হোতা ও উসকানিদাতা, তাদের অন্তর্ভুক্ত ও সমন্বয় করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরমান হোসেন।

পরে মামলার বিষয়ে তথ্য তুলে ধরেন আরমান হোসেন বলেন, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও এদের অন্য অঙ্গসংগঠনের নির্মম হামলা, আঘাত ও অত্যাচার আমরা সবাই প্রত্যক্ষ করেছি। সেই ঘটনায় আমাদের আগের মামলায় কিছু আসামি বাদ পড়ে যায়। হামলার কিছু মূল হোতা সেই মামলায় অন্তর্ভুক্ত হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আমি বাদী হয়ে ১৫ জুলাইয়ের হামলায় যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে, সরাসরি মদদ দিয়েছে এবং যারা আন্দোলনে অংশগ্রহণকারীদের অবৈধভাবে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি।

তিনি বলেন, দণ্ডবিধির ৩২৬, ১০৯ ও ১১৪ নম্বর ধারায় এই মামলা করা হয়েছে। হামলার মূলহোতা ও সহায়তাকারীদের পাশাপাশি ছাত্রীদের হলগুলোতে ছাত্রলীগের পদধারী যেসব নেত্রী অবৈধভাবে আন্দোলনকারী ছাত্রীদের বাধা দিয়েছে, দণ্ডবিধির ৩৪১ নম্বর ধারায় তারাও আসামি হয়েছে। মামলার ১৯৮ থেকে ২২০ নম্বর আসামি হয়েছেন ওই নেত্রীরা।

আরমান বলেন, হামলাকারী আসামিদের চিহ্নিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমাদের হোমওয়ার্ক, এক সপ্তাহ ধরে আমাদের নিজস্ব পর্যালোচনা, তালিকা প্রণয়ন এবং নিজস্ব নিরীক্ষার ভিত্তিতে আমরা আসামিদের চিহ্নিত করেছি। এই মামলায় অপরাধের নতুন ধারা সংযোজন হয়েছে। এটা একটা স্বতন্ত্র মামলা। আমরা আশা করি, যেখানেই আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসররা বিভিন্নভাবে জনসাধারণকে গত ১৫ বছরে অত্যাচার, নির্যাতন ও হামলা করেছে, তাদের বিরুদ্ধে সবাই আইনি ব্যবস্থা নিতে এগিয়ে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইপ্রাসকে হুমকি দিল তুরস্ক

প্রতারণার মামলা / স্ত্রীসহ ইভ্যালির রাসেলের তিন বছরের কারাদণ্ড

পুকুরে ডুবে যাচ্ছিল নাতি, বাঁচাতে গিয়ে দাদারও মৃত্যু

আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন

জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা

রাকসু নির্বাচনেও প্রার্থী এক দম্পতি, দৃষ্টি কাড়ছে সবার 

রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা কাটবে না : আমীর খসরু

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে : খেলাফত মজলিস

‘হ্যান্ডি ও ধাবা’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দাবি ইসলামী আন্দোলনের

১০

স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইবনে সিনা, পাবেন একাধিক সুবিধা

১২

হস্তান্তরের আগেই স্কুলের নবনির্মিত ভবনে ফাটল

১৩

আর্জেন্টিনা ও ব্রাজিলকে দুঃসংবাদ দিল ফিফা

১৪

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় জানালেন ইসি সচিব

১৫

জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে রাইজআপ টাইগ্রেস স্কলারশিপ প্রকল্পের উদ্বোধন

১৬

মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

১৮

গাজায় রুয়ান্ডার ছায়া, কী হতে চলেছে

১৯

আংশিক সূর্যগ্রহণের বিষয়ে জানাল আইএসপিআর

২০
X