ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জহুরুল হক হল

সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসবে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ছবি : কালবেলা
সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসবে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ছবি : কালবেলা

‘৪র্থ সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসবের’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব ‘হাউজ অব ডিবেটরস’ চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় সলিমুল্লাহ মুসলিম হল ডিবেটিং ক্লাব (এসএমডিসি) রানার্স আপ হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কবি সুফিয়া কামাল হল বিতর্ক ক্লাব (এসকেডিসি) এই উৎসবের আয়োজন করে।

এসকেডিসি এর সভাপতি মাহফুজা মাহবুবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীন, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডিইউডিএস এর সভাপতি অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মোস্তারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হল বিতর্ক ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন ক্লাবের বিতর্ক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। ক্লাবের সাধারণ সম্পাদক তিথি এলমাতুন সুচিতা মিম অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিতর্ক আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, পরমত সহিষ্ণুতা শেখায় এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে গতিশীল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের যৌক্তিক বিশ্লেষণ এবং সুচিন্তিত মতামত প্রদানের জন্য তিনি বিতার্কিকদের প্রতি আহ্বান জানান।

আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিতর্ক ক্লাব অংশ নেয়। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিরোধী দল ‘হাউজ অফ ডিবেটরস’ সরকারি দল ‘এসএমডিসি’কে ৩-২ ব্যালট ব্যবধানে পরাজিত করে। ডিরেক্টর অব দ্যা ফাইনালের খেতাব অর্জন করেন বিরোধী দলীয় নেতা সোহানুর রহমান সোহান।

উৎসবে জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের মুসলিমা রহমান তামান্না চ্যাম্পিয়ন, শামসুন নাহার হলের হামিদা নিসা প্রথম রানার্স আপ এবং রোকেয়া হলের মারজানা আফরিন বাঁধন দ্বিতীয় রানার্স আপ হন।

এ ছাড়া, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অন্তঃহল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মারিয়া রহমান, প্রথম রানার্স আপ হন মারুফা আক্তার কলি এবং দ্বিতীয় রানার্স আপ হন সাবিকুন্নাহার সামান্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭

আজ থেকে লাগাতার কর্মবিরতিতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষক

সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, অতঃপর...

আরএফএলে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন

দাঁড়িপাল্লার কাছে নারী সমাজ নিরাপদ নয় : খায়রুল কবির খোকন

রাজধানীতে আজ কোথায় কী

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

সড়কের ‘জানাজা’ পড়লেন স্থানীয়রা

১০

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

১১

হোয়াইট হাউসের কাছে ২ জনকে গুলি

১২

শেখ হাসিনা-জয়-পুতুলের দুর্নীতি মামলার রায় আজ

১৩

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

১৪

শেখ ফয়েজ গ্রেপ্তার

১৫

দিনভর উত্তাল চট্টগ্রাম

১৬

যুবককে কুপিয়ে হত্যা

১৭

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

১৮

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

১৯

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

২০
X