ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আবাসন সংকট নিরসনে ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

আবাসন সংকট নিরসনে ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি। ছবি : কালবেলা
আবাসন সংকট নিরসনে ঢাবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের আবাসন সংকট দূরীকরণ এবং ছাত্রদের হলগুলোর জরাজীর্ণ ভবন সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘসময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোয় সংযুক্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন কর্মসূচির মাধ্যমে ছাত্রী হলগুলোর আবাসন সংকট নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে এই সমস্যার আশু সমাধান দাবি করেছেন। পতিত ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পরে বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে হলের সিট বরাদ্দ দেওয়া হলেও ছাত্রী হলগুলোয় পর্যাপ্ত সিট না থাকার কারণে এখনো অনেক ছাত্রীকে প্রথম বর্ষ পার হয়ে দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার পরও হয় হলের গণরুমের অপকৃষ্ট পরিবেশে অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মেস ও হোস্টেলে রুম ভাড়া করে থাকতে হচ্ছে। এর ফলে ভুক্তভোগী শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি বর্তমানে ঢাকা শহরের পরিবেশের প্রেক্ষাপটে বলাই বাহুল্য।

এতে আরও বলা হয়, বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টারদা সূর্যসেন হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনগুলোর জরাজীর্ণ ভঙ্গুর অবস্থাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মাধ্যমে সবার নজরে এসেছে। বিশেষত হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ১৮-১৯ সেশন) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনাটি সবাইকে ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

আশাবাদ ব্যক্ত করে স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের আবাসন সংকটের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে অতি দ্রুত সব রকমের আধুনিক সুবিধাসহ টেকসই স্থাপত্যগুণাবলী রক্ষা করে ছাত্রীদের জন্য একাধিক আবাসিক ভবন নির্মাণ করবে। সাথে সাময়িকভাবে সংকট মোকাবিলায় প্রয়োজনবোধে কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে। অথবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তাদের আবাসন নিশ্চিত করার জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করবে। তার পাশাপাশি আবাসিক ছাত্রদের জান-মালের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনগুলো অতি দ্রুত সংস্কার ও প্রয়োজনবোধে পুনর্নির্মাণের বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।

স্মারকলিপি দেওয়ার পর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, অতি দ্রুত ছাত্রদের হলগুলো সংস্কারের পাশাপাশি ছাত্রীদের জন্য তিনটি নতুন হল নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে উপাচার্য আমাদের জানিয়েছেন। সে সাথে ছাত্রীদের সাময়িক আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল সব শিক্ষার্থীর জন্যও বৃত্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভুঁইয়া ইমনসহ বিভিন্ন হলের নারী নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঞ্জাবে চার দশকের মধ্যে ভয়াবহ বন্যা, শঙ্কায় পাকিস্তান

জীবন বিমা করপোরেশনে চাকরির সুযোগ 

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

গুমের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি গোলাম পরওয়ারের

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

ক্রিকেটারদের সারা বছর অনুশীলনে রাখতে বিসিবির নতুন উদ্যোগ

নারায়ণগঞ্জ বার নির্বাচনে ১৬-১ ব্যবধানে বিএনপি প্যানেলের জয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

চোখ-মুখ ঢেকে বন্দির মতো সমুদ্রে ফেলে দেয় ভারত

১০

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

১১

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

১২

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক

১৩

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে 

১৪

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

১৫

জুমার খুতবা চলাকালে কথা বলা কি জায়েজ?

১৬

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

১৭

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল 

১৮

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

১৯

দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার

২০
X