ববি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ববির তিন আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে ব্যানায় টাঙায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে ব্যানায় টাঙায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি মতামত দিলে নির্বাহী ক্ষমতাবলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন।

অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘তাপসী রাবেয়া বসরী হল’, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়েছে। এই পরিবর্তিত নামসমূহ আদেশ কার্যকরের কথাও জানানো হয় ওই নোটিশে।

এর আগে গত ১৫ জানুয়ারি দুটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম বদল করে ব্যানার টাঙিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্রদের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’, শেখ হাসিনা হলের নাম বদলে করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বদল করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’ রাখা হয়। পরবর্তীতে অফিসিয়ালি এই নামগুলো পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করেছিলো। সেই কমিটিতে শিক্ষককের পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। নাম পরিবর্তনে কমিটি এ সকল নাম পরিবর্তনের মতামত প্রদান করেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ও গ্রন্থাগারে নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। আমরা সেই ডকুমেন্টসগুলো কমিটির কাছেই হস্তান্তর করেছি। সেই মোতাবেক সুপারিশ করা হয়েছে।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। এছাড়া স্মারকলিপি দিয়েছিল। শিক্ষার্থীদের বিষয়গুলোই আমরা গ্রহণ করে নাম পরিবর্তনের মতামত দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি ছিল আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন করা। দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই কমিটি নাম পরিবর্তন করার সুপারিশ বা মতামত দিয়েছে। নির্বাহী ক্ষমতাবলে উপাচার্য নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১০

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১১

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১২

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৩

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৪

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৫

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৬

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৭

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১৮

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৯

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

২০
X