বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ববি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ববির তিন আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে ব্যানায় টাঙায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ নামে ব্যানায় টাঙায় শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি মতামত দিলে নির্বাহী ক্ষমতাবলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন।

অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘তাপসী রাবেয়া বসরী হল’, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়েছে। এই পরিবর্তিত নামসমূহ আদেশ কার্যকরের কথাও জানানো হয় ওই নোটিশে।

এর আগে গত ১৫ জানুয়ারি দুটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম বদল করে ব্যানার টাঙিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে ছাত্রদের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’, শেখ হাসিনা হলের নাম বদলে করে ‘কবি সুফিয়া কামাল হল’ এবং কেন্দ্রীয় গ্রন্থাগার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বদল করে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’ রাখা হয়। পরবর্তীতে অফিসিয়ালি এই নামগুলো পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করেছিলো। সেই কমিটিতে শিক্ষককের পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। নাম পরিবর্তনে কমিটি এ সকল নাম পরিবর্তনের মতামত প্রদান করেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ও গ্রন্থাগারে নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। আমরা সেই ডকুমেন্টসগুলো কমিটির কাছেই হস্তান্তর করেছি। সেই মোতাবেক সুপারিশ করা হয়েছে।

নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। এছাড়া স্মারকলিপি দিয়েছিল। শিক্ষার্থীদের বিষয়গুলোই আমরা গ্রহণ করে নাম পরিবর্তনের মতামত দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি ছিল আবাসিক হল ও গ্রন্থাগারের নাম পরিবর্তন করা। দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই কমিটি নাম পরিবর্তন করার সুপারিশ বা মতামত দিয়েছে। নির্বাহী ক্ষমতাবলে উপাচার্য নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যা পরবর্তীতে সিন্ডিকেট সভায় অবহিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১০

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১১

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১২

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৩

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৪

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৫

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৬

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৭

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৮

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৯

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

২০
X