পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

পবিপ্রবিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
পবিপ্রবিতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ রয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পবিপ্রবির মুক্ত বাংলার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করতে আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ে আসেন। বিএনপির কেন্দ্রীয় এ নেতার আগমনকে কেন্দ্র করে ওনার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর (বিএনপির ভাইস চেয়ারম্যান) দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানি না।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার বহিঃপ্রকাশ কিনা এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, ‘কীসের দুর্বলতা! আমার উপরও যদি হামলা হয় তাহলে প্রশাসনের কী করার আছে, প্রশাসন কী আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখবে!’

সংঘর্ষের কারণে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এতে আমার দেখার কিছু নেই।’

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ক্যাম্পাসে আসেননি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে অবদান থাকায় এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি বৈঠকে তাকে দাওয়াত দেওয়া হয়েছে।’

তবে তার উপস্থিতিতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে সুস্পষ্ট তথ্য-প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন তার ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে পবিপ্রবি থেকে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলো বৃষ্টির সুখবর, হতে পারে কালবৈশাখীও

জামায়াতে আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি 

গণহত্যাকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে : আসিফ মাহমুদ

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাতরা

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন : জামায়াতে আমির

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন: নয়ন

রাজপথেই রয়েছেন আন্দোলনকারীরা

জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে না ফেরার সিদ্ধান্ত আন্দোলনকারীদের 

১০

তিন দফার একটি বাকি থাকতেও রাস্তা ছাড়বো না : হাসনাত

১১

তারেক রহমানের মা ও শাশুড়ির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

১২

আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৫ হাজার বৌদ্ধ বিহারে উদযাপিত হবে বুদ্ধপূর্ণিমা 

১৪

দল হিসেবে আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

১৫

আরও কমানো হলো সোনার দাম

১৬

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বাড়ছে : ইসরায়েলি মিডিয়া

১৮

বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা

১৯

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

২০
X