বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বাঙলা কলেজ মাঠে খেলাধুলায় নিষেধাজ্ঞা, অনুমতির শর্তে আয়োজন

সরকারি বাঙলা কলেজ। পুরোনো ছবি
সরকারি বাঙলা কলেজ। পুরোনো ছবি

সরকারি বাঙলা কলেজ মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলেজ প্রশাসন। কলেজের একাডেমিক কার্যক্রমে বারবার বিঘ্ন সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে একেবারে নিষেধাজ্ঞা না দিয়ে সীমিত পরিসরে খেলাধুলার আয়োজনের সুযোগ রাখা হয়েছে। এর জন্য বিভাগীয় প্রধানের অনুমতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে এবং ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা ও পাবলিক পরীক্ষার সময় একাডেমিক পরিবেশ বজায় রাখতে মাঠে অনিয়ন্ত্রিত খেলাধুলা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। খেলাধুলায় আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ বিভাগীয় প্রধানের মাধ্যমে লিখিত অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়া গেলে নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে মাঠ ব্যবহার করা যাবে।

এ বিষয়ে কলেজ প্রশাসনের এক কর্মকর্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাঠে অনিয়ন্ত্রিত খেলাধুলা চললে ক্লাসে হইচই হয়, পরীক্ষার সময় সমস্যা হয়। তাই একটি কাঠামোর মধ্যে আনতে হচ্ছে বিষয়টি।

তবে এ সিদ্ধান্তকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, পুরোপুরি নিষেধাজ্ঞার পরিবর্তে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে মাঠ ব্যবহারের সুযোগ দিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা হতো।

সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষারই অংশ। ক্লাস শেষ হলে আমরা একটু খেলতে চাই, এতে ক্ষতি কোথায়? বরং মানসিক চাপ কমে।

একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলেন, আমরা নিয়মিত ক্লাস করি। ক্লাসের বাইরে একটু খেলাধুলা করলে সেটা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অনুমতির ঝামেলা না রেখে একটা সময় নির্ধারণ করে খেলার সুযোগ দেওয়া উচিত।

তবে প্রশাসনের দাবি, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের বিরুদ্ধেই নয়, বরং কলেজের একাডেমিক পরিবেশ সুরক্ষার জন্য এটি প্রয়োজনীয়। নিয়মের মধ্যে খেলাধুলার সুযোগ থাকায় কেউ চাইলেই একেবারে বঞ্চিত হচ্ছে না।

শিক্ষার্থীরা আশা করছেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বও বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ নীতি প্রণয়ন করবে, যাতে পড়াশোনা এবং খেলাধুলা উভয় কার্যক্রমই সমানভাবে পরিচালিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১০

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকে বিজয়ী করবে : মোমিন

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৩

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর কাণ্ড

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

২৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৬

সাতসকালে দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, বাসে ছিলেন গণঅধিকার পরিষদ নেতা

১৭

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

১৮

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

১৯

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

২০
X