রাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীবের বাসভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটা প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এ সময় নেতাকর্মীরা ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘সিন্ডিকেট না নির্বাচন, নির্বাচন নির্বাচন’, ‘সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন’ ‘অ্যাডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচি থেকে প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের রুয়া নির্বাচনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিবিরের নেতাকর্মীরা। এ সময় ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।

কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রুয়া নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা মনোক্ষুণ্ণ হয়েছে। যেই প্রশাসন রুয়া নির্বাচন দিতে পারে না তারা কীভাবে রাকসু নির্বাচন বাস্তবায়ন করবে? আমরা নির্ধারিত সময়ে রুয়া নির্বাচনের সিদ্ধান্ত নিয়েই এখান থেকে প্রস্থান করব। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

জানা গেছে, রুয়া এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মে পুনর্মিলনী এবং ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে সাবেকদের একাংশ।

এদিকে গতকাল বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী। এ ছাড়া এদিন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রর অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করে রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই : মিস করা যাবে না এই ১০ ম্যাচ

বে গ্রুপে আবেদন করুন, আর দুদিন বাকি

নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

১০

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

১১

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

১২

ফুডপান্ডায় অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, আবেদন করুন আজই

১৩

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

১৪

প্রতিদিন এক কাপ লবঙ্গ চায়ের ৯টি দারুণ উপকারিতা

১৫

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

১৬

খোকার রক্তাক্ত ছবি পোস্ট করে ইশরাকের প্রশ্ন, ‘তখন ৭১-এর অবমাননা হয় নাই?’

১৭

জাকসুর ছাত্রদল প্যানেলে কে এই মৌসুমী

১৮

জাতীয় দলে জায়গা পেলেন না রিয়াল তারকা

১৯

বুখারেস্টে বাংলাদেশি ডেলিভারি কর্মীকে মারধর, রোমানিয়াজুড়ে প্রতিক্রিয়ার ঝড়

২০
X