জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসির বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

জবিতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জবিতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ইউজিসির বাজেট বৃদ্ধিসহ চার দফা দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সামাজিক বিজ্ঞান ভবন ঘুরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউজিসি থেকে দ্রুত পর্যাপ্ত বাজেট পায়। কিন্তু আমরা তা পাই না। দেশের যে কোনো সংকটকালেই সবার আগে আমরা এগিয়ে যায় কিন্তু ইউজিসি বাজেটের সময় সবার পেছনে আমাদের রাখা হয়। ইউজিসির বৈষম্যের ছায়াতল থেকে বের হতে দেওয়া হয় না। কিন্তু এখন আর বৈষম্যের কোনো ঠাঁই নেই। আমাদের বাজেট বাড়ানোসহ সকল দাবি মেনে না নিলে জগন্নাথের ভয়ংকর রূপ দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।

পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইউজিসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ইউজিসি চেয়ারম্যান পদে বসতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ রয়েছে। সুতরাং বৈষম্য বন্ধ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি মেনে নিন।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সোহাগ বলেন, আমরা জবিয়ানরা ভালো নেই। আমরা বেশি কিছু চাইনি শুধু থাকা খাওয়া চেয়েছি। বিগত সময়ে ইউজিসি জবির সাথে প্রশাসনিকমূলক আচরণ করেছে, এখনো করতে চাচ্ছে। জুলাই বিপ্লবে বৈষম্যের অবসান করতে আমাদের ভূমিকা কারো থেকে কম না। আমরা ইউজিসিকে বলতে চাই আমাদের ক্ষেপাবেন না। আমাদের ৪ দফা মেনে নেন।না হলে রাস্তায় রাস্তায় দাবানল জ্বলবে।

আরেক শিক্ষার্থী বলেন গত ২০ বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি এখনো হচ্ছ। ইউজিসির উচিত ছিল ৫ আগস্টের পরে আমাদের পাওনা ঠিতমতো বুঝিয়ে দেওয়া। কিন্তু তারা আমাদের সাথে প্রহসন শুরু করেছে। ইউজিসিকে বলতে চাই আমরা অধিকার আদায় করতে জানি আমরা আমাদের অধিকার আদায় করে নিবে। সুষ্ঠুভাবে না দিলে আন্দোলন করে আদায় করে নিবো।

শিক্ষার্থীদের উল্লিখিত চার দফা দাবিগুলো হলো

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা ।বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ২০ জনকে গ্রেপ্তার

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

অনুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ

সিলেটে আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

পাকিস্তানকে চোখ রাঙিয়ে ভারতের বিশাল সামরিক মহড়া

রাজধানীর নগর সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার আহ্বান

মাদকাসক্ত তরুণের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

তদন্ত কমিটির প্রতিবেদন / বিদেশমুখী শ্রমিকদের পকেট কেটেছে টিকিট সিন্ডিকেট

১০

দেড় লাখে শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

১১

নারীবিষয়ক সংস্কার কমিশনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান ৪৯ বিশিষ্ট নাগরিক 

১২

কুমিল্লায় ডোবা থেকে অনুর মরদেহ উদ্ধার

১৩

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি

১৪

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের ও চীনের রাষ্ট্রদূতের মতবিনিময়

১৫

ক্যানসার আক্রান্ত শিশু আনিশা বাঁচতে চায়

১৬

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চায় এনসিপি

১৭

হেফাজতের দুঃখ প্রকাশকে সাধুবাদ জানালেন ৬ নারী

১৮

সান সিরোতে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ইন্টার-বার্সা

১৯

খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিএনপি নেতা আটক

২০
X