জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউজিসির বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

জবিতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জবিতে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ইউজিসির বাজেট বৃদ্ধিসহ চার দফা দাবির প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সামাজিক বিজ্ঞান ভবন ঘুরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউজিসি থেকে দ্রুত পর্যাপ্ত বাজেট পায়। কিন্তু আমরা তা পাই না। দেশের যে কোনো সংকটকালেই সবার আগে আমরা এগিয়ে যায় কিন্তু ইউজিসি বাজেটের সময় সবার পেছনে আমাদের রাখা হয়। ইউজিসির বৈষম্যের ছায়াতল থেকে বের হতে দেওয়া হয় না। কিন্তু এখন আর বৈষম্যের কোনো ঠাঁই নেই। আমাদের বাজেট বাড়ানোসহ সকল দাবি মেনে না নিলে জগন্নাথের ভয়ংকর রূপ দেখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় যদি চলে বিশ্ববিদ্যালয়ের মতো চলুক, অন্যথায় চিরতরে বন্ধ হয়ে যাক।

পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ইউজিসি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার ইউজিসি চেয়ারম্যান পদে বসতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ রয়েছে। সুতরাং বৈষম্য বন্ধ করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসহ চার দাবি মেনে নিন।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সোহাগ বলেন, আমরা জবিয়ানরা ভালো নেই। আমরা বেশি কিছু চাইনি শুধু থাকা খাওয়া চেয়েছি। বিগত সময়ে ইউজিসি জবির সাথে প্রশাসনিকমূলক আচরণ করেছে, এখনো করতে চাচ্ছে। জুলাই বিপ্লবে বৈষম্যের অবসান করতে আমাদের ভূমিকা কারো থেকে কম না। আমরা ইউজিসিকে বলতে চাই আমাদের ক্ষেপাবেন না। আমাদের ৪ দফা মেনে নেন।না হলে রাস্তায় রাস্তায় দাবানল জ্বলবে।

আরেক শিক্ষার্থী বলেন গত ২০ বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি এখনো হচ্ছ। ইউজিসির উচিত ছিল ৫ আগস্টের পরে আমাদের পাওনা ঠিতমতো বুঝিয়ে দেওয়া। কিন্তু তারা আমাদের সাথে প্রহসন শুরু করেছে। ইউজিসিকে বলতে চাই আমরা অধিকার আদায় করতে জানি আমরা আমাদের অধিকার আদায় করে নিবে। সুষ্ঠুভাবে না দিলে আন্দোলন করে আদায় করে নিবো।

শিক্ষার্থীদের উল্লিখিত চার দফা দাবিগুলো হলো

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা।দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা ।বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ।আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১০

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১১

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১২

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৪

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

১৫

দামেস্কে একাধিক রকেট হামলা

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

গাজা ইস্যুতে মার্কিন খসড়া প্রস্তাবকে সমর্থন ৮ ইসলামিক দেশের

১৮

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ মাদ্রাসা শিক্ষার্থীর 

১৯

জম্মু–কাশ্মীরে থানায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭

২০
X