চবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

চবিতে জাতীয় ছায়া আইনসভার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

ছবি: সমাপনী অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। ছবি : কালবলো 
ছবি: সমাপনী অধিবেশনে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। ছবি : কালবলো 

বাংলাদেশে প্রথমবারের মতো নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫-এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই পার্লামেন্টারি সিমুলেশন প্রতিযোগিতা আয়োজন করে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (NILS) ও লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (LEB)।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ৫৩টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং প্রধান পৃষ্ঠপোষক চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, এই অনুষ্ঠানে ব্যাপক অংশগ্রহণের জন্য আমি কৃতজ্ঞ। আইন শুধুমাত্র বিচারিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, এবং এনএমএলএ-২০২৫ আইনি বোধশক্তিকে শাণিত করে, একই সঙ্গে শিক্ষার্থীদের এমন আইন প্রণয়নের সুযোগ করে দেয় যা আমাদের জাতির জটিল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে।

অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান বলেন, লেজিসলেটিভ অ্যাসেম্বলির এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের আইনি প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং তাদের আইন লঙ্ঘনের ঘটনাগুলো চিহ্নিত ও প্রতিরোধ করার ক্ষমতা প্রদান করবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এই আইন প্রণয়ন অনুকরণ কার্যক্রম একটি সময়োপযোগী উদ্যোগ, যা আমাদের ভবিষ্যৎ আইন প্রণেতাদের মানসিকতা গঠনে সহায়ক হবে। এর প্রকৃত তাৎপর্য তখনই বাস্তবায়িত হবে, যখন আজকের তরুণরা ভবিষ্যতের সংসদে এই অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে পারবে।

অনুষ্টানের আহ্বায়ক ও নিলস চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি রাব্বী তৌহিদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ গড়ে তোলায় আমরা গর্বিত এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা চাই।

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তিনটি হাউসে বিভক্ত হয়ে আইন প্রণয়নের বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করেন। প্রথমত, হাউস অব লেজিসলেটিভ রিফর্ম (দুর্নীতি দমন আইন, ২০০৪), দ্বিতীয়ত হাউস অব লেজিসলেটিভ রিফর্ম (মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২), তৃতীয়ত, হাউস অব সোশ্যাল জাস্টিস (নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০)। সমাপনী অনুষ্ঠানে তিনটি হাউসের সেরা প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এতে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালবেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাতক আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি বাবার

মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ সন্তানের হত্যাকারী জন্মদাত্রী মা 

চব্বিশের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে ঐক্য নয় : জমিয়ত

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, ৭ সিনিয়র আটক

মুরাদনগরের সেই নারীর ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ ৫ দিনের রিমান্ডে

পরিবেশবান্ধব ভাস্কর্যের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

এসএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা মন্ত্রণালয়

ভারি বর্ষণে যমুনায় বাড়ছে পানি

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

১০

সেমির আগে রিয়াল মাদ্রিদের বিমান দুর্ভোগ, প্রস্তুতি নিয়ে চরম বিশৃঙ্খলা

১১

এরদোয়ানকে অপমান করায় তুরস্কে ইলন মাস্কের চ্যাটবট ব্লক

১২

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

১৩

জবির ইসলামের ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি খলিল, সম্পাদক মামুন

১৪

বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে কাল

১৫

বিয়ে করতে চান সালমান খান

১৬

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

১৭

খায়রুল বাশারের স্বপ্নে সমু চৌধুরী

১৮

বাংলাদেশে না আসলেও আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত

১৯

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস

২০
X