বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি বাঙলা কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন সরকারি বাঙলা কলেজে। ছবি : কালবেলা
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন সরকারি বাঙলা কলেজে। ছবি : কালবেলা

সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (২৬ মে) কলেজের অডিটরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের সাহিত্য ও সংস্কৃতির দুই অনন্য উচ্চতা। তাদের জীবনদর্শন, কাব্যচিন্তা ও মানবতাবোধ বর্তমান প্রজন্মের জন্য অমূল্য পথনির্দেশনা হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক নাহিদ পারভীন। তিনি তার বক্তব্যে দুজনের সাহিত্যকীর্তি এবং তাদের চিরন্তন আবেদন নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন হুমায়রা মোর্শেদা আক্তার, যিনি রবীন্দ্র ও নজরুলের সাহিত্য ও সাম্প্রতিক প্রাসঙ্গিকতা নিয়ে একটি প্রাঞ্জল ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে ছিলেন ড. মাহবুবা পারভীন, যিনি পুরো আয়োজনের সমন্বয় ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সহশিক্ষা সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভার পর আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সরকারি বাঙলা কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন। পরিবেশনায় ছিল একাধিক নজরুলগীতি ও রবীন্দ্রসংগীত, যার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশিত হয় শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্য। দর্শকরা আনন্দঘন পরিবেশে এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।

পুরো আয়োজনজুড়ে ছিল সাহিত্যপ্রেম, দেশাত্মবোধ ও সংস্কৃতি চর্চার এক অনন্য সম্মিলন। এমন আয়োজনে আগামী দিনগুলোতেও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি ও মননের চর্চায় আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

মারা গেছেন বেগম খালেদা জিয়া

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী বিন্দু

দিনাজপুরে খালেদা জিয়াসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিলভার সেলিম

মানুষের জীবনমানের উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : মির্জা ফখরুল

খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন : ডা. জাহিদ

১০

তিন ঘণ্টা ছিলেন দলীয় কার্যালয়ে / রিজভীর নেতৃত্বে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএনপি

১১

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

১২

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

১৩

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

১৪

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

১৫

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

১৬

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১৭

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

১৮

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

১৯

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

২০
X