বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এক শিক্ষকের আপত্তিকর ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠেছে। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল কাইউমের সঙ্গে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ভীতসন্ত্রস্ত হয়ে গত ২৮ আগস্ট বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আনোয়ার হোসেন।
সাধারণ ডায়েরিতে ওই শিক্ষক উল্লেখ করেন, অ্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হুমকি প্রদান করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয়ে কয়েকজন তাকে (ভুক্তভোগী) ফোন করেন। ফোন রিসিভ করে পরিচয় জানতে চাইলে পর্যায়ক্রমে কল দিয়ে ভয়ভীতি ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়।
এ ছাড়া ভুয়া ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। সামাজিক ও পেশাগতভাবে সম্মানহানি করার উদ্দেশ্য এসব করা হচ্ছে বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করেন নাই।
মন্তব্য করুন