তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজন করা হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন-২০২৫’। শনিবার (১৯ জুলাই) দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিক, সম্পাদকসহ অংশ নেবেন দেশের প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কলামিস্টদের একটি টিএসসিভিত্তিক সংগঠন। সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষার্থীদের কলাম, মতামত, ফিচার ও প্রবন্ধ লেখার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানসহ তা জাতীয় দৈনিক ও সাময়িকিগুলোতে প্রকাশে সহায়তা করার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশীলতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও লেখনীর বিকাশে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত এই ফোরামের সদস্যদের কয়েক হাজার কলাম ও মতামত বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।’
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম প্রমুখ।
অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ স্যাটেলাইট কমিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।
মন্তব্য করুন