রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মসজিদ কমিটি ও শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এ সময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আমরা আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা আহতদের জন্য দোয়া করে যাচ্ছি এবং তারা সুস্থ না হওয়া পর্যন্ত এ দোয়া অব্যাহত থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার এই শোকের সময়ে গভীরভাবে মর্মাহত।
দোয়া মাহফিলে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, হারিয়ে গেল হাসির ঝংকার, উচ্ছ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন। স্মৃতির পাতায় তারা চিরজীবী থাকলেও বাস্তবতা বড় নির্মম- আজ আমাদের শিশুরা আকাশে হারিয়ে গেল, ফিরবে না কোনো প্রার্থনায়। আমরা আমাদের ছোট ভাইবোনদের হারিয়েছি, যারা স্বপ্ন নিয়ে স্কুলে গিয়েছিল। এ ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাতসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজ স্থানে দোয়া মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
মন্তব্য করুন