মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি যুবকের দাফন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিজ গ্রামে এ দাফন সম্পন্ন হয়।
এর আগে গতকাল শনিবার রাতে মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
গত ৩১ আগস্ট মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস এলাকার সুঙ্গাই কোয়ানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।
নিহত শামিম রেজা (২৩) গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নসিবন্দী গ্রামের কাবিলের ছেলে, আর তুহিন আলী (২৫) গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে। তারা দুই আড়াই বছর থেকে মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি কালবেলাকে বলেন, গোমস্তাপুর উপজেলার দুই রেমিটেন্সযোদ্ধা মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় মারা যান। আজ দুপুরবেলা নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে তাদের। উপজেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।
মন্তব্য করুন