মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডলার থেকে চায়ের কাপ—চাকসু নির্বাচনের প্রচারণায় সৃজনশীলতার প্রতিযোগিতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের (চাকসু) প্রচারণার একটি চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের (চাকসু) প্রচারণার একটি চিত্র। ছবি : কালবেলা

টাকা, ডলার, হাতপাখা, চায়ের কাপ—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের (চাকসু) প্রচারণায় সৃজনশীলতার এমন বাহার দেখা মিলে ক্যাম্পাসের প্রতিটি জায়গায়। কেউ বানাচ্ছেন বিচারকের হাতুড়ির মতো লিফলেট, কেউ আবার পোস্টার সাজাচ্ছেন মানচিত্র বা সংবাদপত্রের আদলে। ছুটি শেষে ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে অভিনব প্রচারণার হিড়িক।

কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ নির্বাচনে প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রচার ও প্রচারণা চালাচ্ছেন। আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই প্রচারে বাধা হয়ে দাঁড়ায় পূজার বন্ধ। ছুটি শেষে ক্যাম্পাস খুললেও হাতে আছে মাত্র কয়েকটা দিন। প্রার্থীদের মাথায় রাখতে হচ্ছে বেঁধে দেওয়া সময়। এতে সব শিক্ষার্থীর কাছে নাম ও ব্যালট নম্বর পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচার ও প্রচারণা আরও উৎসবমুখর হয়ে উঠছে। শিক্ষার্থীদের নজর কাড়তে অনেক প্রার্থীই বেছে নিয়েছেন প্রচারণার নানা কৌশল। কেউ গাচ্ছেন গান, কেউবা টাকা বা ডলারের আদলে প্রচারপত্র বানিয়ে প্রচারণা চালাচ্ছেন। এ যেন ভোটের আগে সৃজনশীলতার লড়াই। তবে সরাসরি প্রচারের চেয়ে ফেসবুক পেজ বা গ্রুপে বেশি সরব প্রার্থীরা।

পূজার বন্ধের পর ক্যাম্পাস খোলার প্রচারণার দ্বিতীয় দিন সোমবার (০৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা থেকে ভেসে আসছিল রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা গানের সুর।

খোঁজ নিয়ে জানা গেল, লোকসংগীতের এ আয়োজন কেন্দ্রীয় সংসদে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী জাহিদুল ইসলাম জিকু ও সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মো. উলফাতুর রহমান রাকিবকে ঘিরে। জিকু সংগীত বিভাগের শিক্ষার্থী ও রাকিব নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

তারা বলেন, ‘আমরা সাহিত্য সংস্কৃতি চর্চারই মানুষ। চাকসু নির্বাচনের মাধ্যমে সাহিত্য সংস্কৃতিতে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ হচ্ছে। আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশের সব আঞ্চলিক সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে। এর প্রথম পদক্ষেপই হলো আজকের ‘গম্ভীরা’ তথা রাজশাহীর ঐতিহ্যেবাহী লোকনাট্য আর চট্টগ্রামের আঞ্চলিক গান।

প্রচারপত্রে অভিনবত্ব

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের প্রচারপত্র শাটল ট্রেনের ছবি আদলে তৈরি। একপাশে ইঞ্জিনের ছবি, অন্য পাশে নাম ও ব্যালট নম্বর।

একই প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রার্থী আব্দুল্লাহ আল সাকিফ রহমান বিচারকের গ্যাভেল (হাতুড়ি) আকৃতিতে প্রচারপত্র ছাপিয়েছেন। এতে তার ছবি, ব্যালট নম্বর ও একটা কিউআর কোড রয়েছে।

বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম সামির তার প্রচারপত্র বানিয়েছেন বাসের আদলে। এতে তার ছবি, ব্যালট নং, কিউআর কোড ছাড়াও লেখা রয়েছে সামির অঙ্গীকার, চক্রাকার বাস হবে সবার। সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেলের পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী মিনহাজুল ইসলামের বিশ্ববিদ্যালয়ের স্টেশনে ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে। তিনি কাগজের তৈরি চায়ের কাপে তার ছবি, ব্যালট নং তুলে ধরেছেন। একই প্যানেলের এজিএস পদপ্রার্থী সাঈদ মোহাম্মদ মুশফিক হাসান তার প্রচারপত্র তৈরি করেছেন হাত পাখার আদলে।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক রবিউল আউয়াল তার অঙ্গীকার নামা তুলে ধরেছেন নন-জুডিশিয়াল স্টাম্পের মধ্যে।

শাহজালাল হল সংসদে এজিএস পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান তার প্রচারপত্র বানিয়েছেন এটিএম কার্ডের মতো করেই।

বিজয়-২৪ হল সংসদের জিএস পদপ্রার্থী মোছা. সাদিয়া মাহসীন তার প্রচারপত্রের এক পাশে নিজের পরিচয় এবং অপর পাশে শাটল ট্রেনের সময়সূচি ও অঙ্গীকার তুলে ধরেছেন।

শামসুন্নাহার হল সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ সাদিয়া সিদ্দিকা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রচারপত্র (লিফলেট) তৈরি করেছেন।

শাহজালাল হল সংসদের জিএস পদপ্রার্থী মো. রায়হান চৌধুরী বাংলাদেশের মানচিত্রের আদলে প্রচারপত্র তৈরি করেছেন।

সংবাদপত্রের আদলে ব্যতিক্রমধর্মী প্রচারপত্র তৈরি করেছের বিজয়-২৪ হলের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী মোরশেদা খানম তামান্না। এতে ছোট ছোট সংবাদের মতো তার ইশতেহার তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ের লোগোর আদলে প্রচারপত্র ছাপিয়েছেন সোহরাওয়ার্দী হল সংসদে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।

শহীদ আবদুর রব হল সংসদের জিএস পদপ্রার্থী মনির হোসেনের প্রচারপত্রজুড়ে ফিলিস্তিনের মানচিত্র। তিনি বলেন, আমার প্রচারপত্রের মানচিত্রটা আসল ফিলিস্তিনের মানচিত্র। কিন্তু দখলদার ইসরায়েল আস্তে আস্তে অনেক জায়গা দখল করে ফেলে।

শহীদ ফরহাদ হোসেন হল সংসদের এজিএস পদপ্রার্থী কাজী তাফহীমুল হক প্রচারপত্র ছাপিয়েছেন ডলারের আদলে।

ফেসবুক প্রচারণায় সরগরম

সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী পার্থ দিবস চৌধুরী একটি ভিডিতে পুরোনো দিনের টেলিভিশনের ফ্রেমের ভেতরে তার ছবি, ব্যালট নম্বর তুলে ধরেছেন ফেলুদা থিমের পোস্টারের মাধ্যমে। যেটার শিরোনাম ‘ফেলুদা ও ব্যালট রহস্য’। ভিডিওর শুরু থেকে ভেসে আসে ফেলুদার নস্টালজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যার মাধ্যমে ফেলুদার রহস্য উন্মোচনের বিষয়টি বোঝানো হয়।

সরাসরি প্রচারের চেয়ে এভাবে ফেসবুক পেজ ও গ্রুপগুলোয় বেশি সক্রিয় থাকছেন প্রার্থীরা। এতে প্রার্থীরা প্রচারপত্র, পোস্টার ও ইশতেহার এবং বিভিন্ন প্রমোশনাল ভিডিও পোস্ট করছেন। প্রায় প্রতিটি প্যানেলই প্যানেলের নামে ফেসবুক পেজ খুলেছেন। অধিকাংশ প্যানেল ও প্রার্থীরা প্রমোশনাল ভিডিও বুস্টও করছে।

ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেসবুক পেজে অনুসারী ৪৩ হাজার। প্যানেলটি ফেসবুকে বেশি সরব। এই প্যানেলের প্রার্থীরা যে যে পদে লড়বেন, সেই পদ-সংশ্লিষ্ট নানা আঙ্গিকে ভিডিও করে প্রচার চালাচ্ছেন। একই রকম প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য, অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলসহ অন্যরাও।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী।

অন্যদিকে ১৪টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। প্রতিটি হলে ১৪ টি করে পদ রয়েছে। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থী।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগপর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা করা যাবে। অর্থাৎ প্রার্থীরা ১৪ আগস্ট সকাল ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১০

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১১

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১২

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৪

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৫

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৬

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৭

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৮

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৯

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

২০
X