যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী আহত

আহত যবিপ্রবির শিক্ষার্থী আদনান । ছবি : কালবেলা
আহত যবিপ্রবির শিক্ষার্থী আদনান । ছবি : কালবেলা

যশোরের রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান আহমেদ প্রান্ত নামের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। পায়ে ও হাতে ছুরি মেরে তার কাছে থাকা জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে আদনানের বন্ধুরা তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। আদনান যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আদনান বলেন, আমি এক বন্ধুর বাসায় যাওয়ার পথে পথিমধ্যে টয়লেটে যাই। টয়লেট শেষে পেছন ফিরে তাকাতেই অজ্ঞাত একটি ছেলেকে দেখি। কিছু বুঝে ওঠার আগেই আমার পায়ে ছুরি দিয়ে আঘাত করে বসে। তারপর ছিনতাইকারীর সঙ্গে আমার কিছুটা ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারী আমার হাতেও চাকু বসিয়ে দেয়। আমার চিৎকার শুনে খানিক দূরে অবস্থান করা আমার এক বন্ধু এগিয়ে আসলে ছিনতাইকারী দেয়াল টপকে চলে যায়। পরে আশপাশে মানুষ জড়ো হয় ও আমাকে সদর হাসপাতালে এনে ভর্তি করায়। এখন একটু স্বস্তি অনুভব করলেও ব্যথার পরিমাণটা অনেক বেশি।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের যবিপ্রবি সংসদের আহ্বায়ক রাশেদ খান বলেন, যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বষের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যবিপ্রবি সংসদ এর কার্যকরী সদস্য আদনান আহমেদ প্রান্ত গতকাল বিকেলে যশোর রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়েছে। তার পায়ে এবং কাঁধে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আমরা দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য যশোর জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি।

যশোর কোতোয়ালি থানার এসআই রোকন বলেন, আমি সংবাদ পেয়ে আহত ছাত্রকে দেখতে হাসপাতালে যাই। চাচড়া ফাঁড়ি পুলিশ টিম এবং মোবাইল টিম আসামি ধরার বিষয়টি দেখতেছে। তারা ইতোমধ্যে আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছে। আসা করা যায় খুব শিগরিরই আসামি ধরা পড়বে।

এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল-ইমরান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। শিক্ষার্থী আদনান তার ২ জন বন্ধুর সঙ্গে কুষ্টিয়া যাচ্ছিল। ট্রেনে ওঠার আগে সে টয়লেটে যায়। টয়লেট থেকে বের হওয়ার সময় এক আততায়ী তাকে ছুরিকাঘাত করে এবং তার কাছে যা আছে সব বের করে দিতে বলে। এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চিৎকার করলে তার বন্ধুরা এগিয়ে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ক্ষতস্থানে ৭টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় নতুন ডিসি

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

জকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য থাকবে পৃথক বুথ

রাকসুতে কোন ভবনে কত ভোট, কার কেন্দ্র কোনটি

সাভারে আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ২২

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভার তারিখ নির্ধারণ

‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান আর নেই

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেল মন্ত্রণালয়

ল্যাবএইডের কর্ণধার সাকিফ শামীমকে নিয়ে ফিচার করল ‘ইউএসএ টুডে’

১০

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

১১

চাকসু নির্বাচন বর্জন এক প্যানেলের

১২

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফল করতে মুন্সীগঞ্জে উলামায়ে কেরামের মতবিনিময় সভা 

১৩

সাংবাদিককে পুড়িয়ে হত্যার হুমকি শ্রমিক লীগ নেতার

১৪

ব্লকেড উঠিয়ে নতুন কর্মসূচির ঘোষণা শিক্ষকদের

১৫

ইউরোপের ৩ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

১৬

হাসপাতালে লড়েও বাঁচলেন না ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী

১৭

দুই যুবককে গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরা

১৮

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি বাদল রিমান্ডে 

১৯

কেয়া হত্যা মামলা তুলতে হুমকি, তিনজনের বিরুদ্ধে আরেক মামলা

২০
X