আবু শামা, কুবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মানসিক স্বাস্থ্যসেবা বঞ্চিত কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইনসেটে লোগো)। ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইনসেটে লোগো)। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানসিক স্বাস্থ্যসেবা পান না শিক্ষার্থীরা। গত দেড় বছরে মাত্র দুটো মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করলেও সবার উপস্থিতি নিশ্চিত করা যায়নি। শ্রেণি প্রতিনিধি ও ছাত্র উপদেষ্টাসহ মোট ১২০ জনকে সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার অনিকের আত্মহত্যা পর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি উঠে আসে। এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে মানসিক স্বাস্থ্যবিষয়ক একজন ডাক্তার থাকলেও সেবা নিতে আসেন না শিক্ষার্থী। এমন তথ্য জানিয়েছেন মেডিকেল সেন্টারের মনোবিদ ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন ভুঁইয়া নিজেই।

ছাত্র পরামর্শক দপ্তরের সূত্র জানা যায়, পহেলা নভেম্বর ২০২১ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র পরামর্শক ড. হাবিবুর রহমান এ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দুইবার মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। একটি এনজিও মাধ্যমে আরেকটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে এটি পর্যাপ্ত নয় বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা অনেক সময় ডিপ্রেশন, রেজাল্টের চাপ, ফ্যামিলি সমস্যাসহ নানান রকমের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু এই ধরনের সমস্যা তারা কারও সঙ্গে শেয়ার করতে চায় না। তারা মনে করে এসব বিষয় শেয়ার করলে তারা এগুলো নিয়ে শেয়ার করলে হাসাহাসি করবে। কিন্তু অনেক শিক্ষার্থী মনে করেন বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি কোন মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করা হয় এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তাহলে এই প্রবণতা কমবে বলে আশা করা যায়।

লোক প্রশাসন বিভাগের ছাত্র উপদেষ্টা এইচ এম খালিদ হোসাইন ভূইয়া বলেন, আমরা কোন সেমিনার করি নাই। তবে প্রত্যেক ব্যাচের জন্য আলাদা শিক্ষক নিযুক্ত করা আছে।

তিনি আরও বলেন, একটা সেমিনার করতে অনেক কিছু দেখতে হয়। বাজেট, রিসোর্স পারসন, জায়গা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে নির্দেশনা আসে সে অনুযায়ী কাজ করি।

মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা মাহফুজুর রহমান বলেন, আমরা নিয়মিত মনিটরিং করার চেষ্টা করি। শিক্ষার্থীদের গতিবিধি শনাক্ত করে তারপর তার সঙ্গে কথা বলা হয়।

ডিপার্টমেন্ট থেকে কোন উদ্যোগ নেওয়া হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো নেওয়া হয় নাই। তবে আমি শিগগিরই চেয়ারম্যান স্যারের সঙ্গে বসে প্রথম বর্ষ ও শেষ বর্ষ শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করব।

ছাত্র পরামর্শক ড. হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন ডিপার্টমেন্ট দপ্তরে আবেদন করে নাই। যদি আবেদন করে তাহলে দপ্তর ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টি নিয়ে আমি উপাচার্য স্যারের সঙ্গে বসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১০

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১১

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১২

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৩

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৪

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

১৫

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

১৬

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

১৭

নেসলের ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

১৮

বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ

১৯

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

২০
X