শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সোসাইটির আয়োজনে আঞ্চলিক পরিকল্পনায় আর্ক জিআইএস শীর্ষক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) একাডেমিক ভবনে ৪১০ নাম্বার কক্ষে কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। এতে জিইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় জিইই সোসাইটির সাধারণ সম্পাদক আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিভাগীয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগের উন্নয়ন কার্যক্রমের যেকোনো উদ্যোগকে বাস্তবায়ন করতে সদা তৎপর। আর্ক জিআইসের মত আন্তজার্তিক মানের সফটওয়্যার ব্যবহারে আজকের এ কর্মশালা বিভাগের সকল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান। এ ছাড়া কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নাজমুল কবির।
মন্তব্য করুন