যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে পিইএসএস বিভাগ চ্যাম্পিয়ন

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ ও রানারআপ হয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে পিইএসএস বিভাগ ৪-০ গোলে এআইএস বিভাগকে পরাজিত করে।

ওই টুর্নামেন্টে দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগ। এ ছাড়া খেলায় সেরা গোলকিপার নির্বাচিত হয়েছে পিইএসএস বিভাগের শিক্ষার্থী মো. নুর আলম, সেরা খেলোয়াড় এআইএস বিভাগের শিক্ষার্থী আসাদুল আল গালিব ও সেরা গোলদাতা নির্বাচিত হয় ডিভিএম অনুষদের মো. আশরাফুল ইসলাম।

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আবহাওয়া প্রতিকূলতার মাঝেও আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার আয়োজক শরীরচর্চা দপ্তর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান, শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ২৭টি বিভাগ ও ভেটেরিনারি মেডিসিন অনুষদসহ মোট ২৮টি দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি খেলাই নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুললেন ফুয়াদ

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে যে পথে এগোতে চায় জমিয়ত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

সুদানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র দখল বিদ্রোহীদের

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

বিএনপিতে যোগ দিয়ে এলডিপি নেতা লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

৪০ ঘণ্টা ধরে অনশনে স্কুলশিক্ষক

বেশি দামে সার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

১০

আসিফের মন্তব্যের কড়া জবাব ওমর সানীর

১১

বাবা সাগরে-মা জেলে, ঘরে ফিরতে পারছে না সাত বছরের ছোট্ট শিশু

১২

কোন কোন খাবার শরীরে সুগন্ধ ও দুর্গন্ধ তৈরি করে

১৩

৫০ দফাদার পেলেন নতুন সাইকেল

১৪

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর সভায় হামলা-ভাঙচুর

১৫

টি–টোয়েন্টি অভিষেকে ভারতীয় ব্যাটারের ধ্বংসলীলা

১৬

মাছ ধরা নিয়ে তুমুল সংঘর্ষ

১৭

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আজিজুল

১৮

পাঁচ দাবিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের স্মারকলিপি

১৯

মাইক্রোবাসচাপায় এনসিপির ২ নেতাসহ তিনজনকে হত্যাচেষ্টা

২০
X