শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে খুবির তিন শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৪

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে খুবির তিন শিক্ষার্থীসহ গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে খুবির তিন শিক্ষার্থীসহ গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (কেএমপি) অভিযানে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গিসংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের খুলনা অঞ্চলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (২৫ নভেম্বর) রাতে নগরীর হরিনটানা থানাধীন খানজাহান নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেএমপির সদর দপ্তরস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এসব তথ্য জানান।

জানা গেছে, গ্রেপ্তার চার জনের ৩ জনই খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এদের মধ্যে মো. শাকিল আহম্মেদ খুবির ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন থেকে অর্নাস ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। মো. রিজভী আজিম খানও একই ডিসিপ্লিন থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যয়নরত। পাশাপাশি তিনি সোনাডাঙ্গার প্যারেন্টস ইন্টারন্যাশনাল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া মেহেদী হোসেন সালিত গণিত ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন।

সংবাদ সংম্মেলনে জানা যায়, এদের মো. আনিসুর রহমান রুহুল আমিন রকি নামে আরও একজন গ্রেপ্তার হন। তিনিই মূলত খুলনা অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের প্রধান হিসেবে কার্যক্রম প্রচার প্রসারের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ হতে অর্নাস সম্পন্ন করেছেন।

কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, কেএমপি সব সময় অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, জঙ্গি, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যূসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ৪টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, ১টি এটিএম কার্ড এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সংশ্লিষ্ট উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসসহ তাদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে জানতে চাইলে খুবির ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১০

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১১

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১২

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৩

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৫

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৬

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৭

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৮

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৯

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

২০
X