কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
রুয়েট ও আইইডির সমঝোতা স্বাক্ষর

শিক্ষার্থীরা পাবে বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের সুযোগ 

রুয়েট এবং আইইডি এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা
রুয়েট এবং আইইডি এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি : কালবেলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে রুয়েটের স্থাপত্য এবং ভবন নির্মাণ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য ভবন নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান আইইডির মাধ্যমে বাস্তবমুখী কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রুয়েট অডিটরিয়ামে প্রথম ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কলাবোরেশন মিট-২০২৩ (আইএসিএম) অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। রুয়েটের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম এবং আইইডির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. রানা মাসুদ।

উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও একাডেমিয়াদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং যৌথভাবে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে রুয়েটে আরও বৃহৎ পরিসরে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

ইঞ্জি. রানা মাসুদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় জ্ঞান এবং ইন্ডাস্ট্রির বাস্তবমুখী জ্ঞানের গ্যাপ দূর করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা লেখাপড়া চলাকালীন বা শেষ করে আমাদের মাধ্যমে হাতেকলেম ইন্ডাস্ট্রির বাস্তব জ্ঞান অর্জন করতে পারবেন, যা তাদের পরবর্তীতে কর্মক্ষেত্রে যোগদানের জন্য আরও উপযোগী করে তুলবে।

এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি-ইউএসএ) এর অধ্যাপক মিজানুল এই চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ শিল্প বিল্পব মোকাবিলায় দক্ষ জনসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়াদের কাজ করার গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোলাবোরেশন মিটে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন প্রমুখ।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং আইকিউএসি যৌথভাবে আয়োজিত এ মিটে দেশের বিভিন্ন পর্যায়ের ও সেক্টরের ৭৬টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উল্লখ্যে, এই সমঝোতা চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগ্য করে তোলা, ব্যবহারিক জ্ঞান অর্জন করা, শিক্ষার্থীদের ইন্টার্ন বা অ্যাটাচমেন্টে থেকে কাজের সুযোগ প্রদান করবে ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট। আইএসিএম অনুষ্ঠানে আরও কয়েকটি কোম্পানি অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকায় পরামর্শ সভা

চিঠি দিবস / চিঠির কালো অক্ষরগুলোয় কী মায়া, মমতা, মোহ, জাদু!

নির্বাচন নিয়ে সরকার-ইসির আন্তরিকতা যথেষ্ট নয় : গয়েশ্বর

৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে : সেলিমা রহমান

এসএ২০ নিলামে সাকিব–মোস্তাফিজসহ ১৪ ক্রিকেটার

প্রবাসী বাংলাদেশির মেয়েকে হত্যায় ইতালিতে বিক্ষোভ

সংঘর্ষের ৪৪ ঘণ্টা পর মামলা করতে থানায় চবি প্রশাসন

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

হেসে খেলে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা

১০

‘জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে’

১১

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনসিটিবির কড়া সতর্কতা

১২

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

১৩

মহাখালী ক্যানসার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিল জামায়াত

১৪

চবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, সময় বাড়ল আরও একদিন

১৫

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি হবে : খসরু

১৬

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

১৭

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

নৌ-পুলিশের অচল স্পিডবোটের জন্য বরাদ্দ ২০০ লিটার তেল!

১৯

‘আমি নাকি গে!’ গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

২০
X