কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের খাবার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের খাবার বণ্টন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ মারামারিতে জাড়িয়েছে। ছবি : কালবেলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের খাবার বণ্টন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ মারামারিতে জাড়িয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজয় দিবস উপলক্ষে খাবার বিতরণ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এ ঘটনা ঘটে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে খাবারের আয়োজন করা হয়, যা বণ্টনের দায়িত্ব পায় ক্যাম্পাস শাখা ছাত্রলীগ। খাবার বণ্টন কেন্দ্র করে একপর্যায়ে যা ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের মতো ঘটনায় রূপ নেয়। কুবি ক্যাম্পাসে ছাত্রলীগের একাধিক গ্রুপ থাকায় প্রায়ই এমন ঠুনকো ঘটনা কেন্দ্র করে নিজেদের মধ্যে আন্তঃকোন্দলে জড়ায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ২টার দিকে খাবার বণ্টনের দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত গ্রুপ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে বিকেল ৪টার দিকে শান্ত গ্রুপ সমর্থিতরা এনায়েত গ্রুপের রবিন দাশকে মারধর করেন।

খবর পেয়ে এনায়েত গ্রুপে কর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা হলের পঞ্চম তলায় পালিয়ে যায়। খবর পেয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, হলের আবাসিক শিক্ষক ও প্রক্টরিয়াল বডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হলের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ মারামারি স্বীকার করে জানান, সিনিয়র-জুনিয়রের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে এমনটা হয়েছে। এটি ক্যাম্পাস শাখা ছাত্রলীগের কোনো ঝামেলা না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত বলেন, এটা রাজনৈতিক বিরোধ নয়। যারা মারামারি করেছে দুই পক্ষেই আমার অনুসারী। বাগ্‌বিতণ্ডার কারণে ঘটনা এতদূর গড়িয়েছে।

হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হলের সিসি ক্যামেরার ফুটেজ তদন্ত করে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনে জমা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

১০

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

১১

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

১২

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

১৩

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১৪

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

১৫

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১৬

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১৭

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১৮

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১৯

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

২০
X