রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
প্রশ্নপত্র ফাঁস

নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত, তিন শিক্ষক বরখাস্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রশ্নফাঁসের অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং (পোস্ট বেসিক), বিএসসি ইন মিডওয়াইফারি (পোস্ট বেসিক) প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্ত বগুড়া নার্সিং কলেজের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। ইতোমধ্যে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তেও উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ৮৩টি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর পরীক্ষার টেবিলে বসার প্রস্তুতি অপেক্ষায় চিল।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে একযোগে তিন বিভাগের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার কয়েকদিন আগে বগুড়া নার্সিং ও মিডওয়াইফারি কলেজে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর অডিও ফোন কল ফাঁস হয়। এ ঘটনায় পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এনে কলেজের কিছু শিক্ষক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অবগত করে। পরে অভিযোগটি আমলে নেয় অধিদপ্তর। একপর্যায়ে সব পরীক্ষা স্থগিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

অধিদপ্তরের নির্দেশে গত ১ ফেব্রুয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজসমূহে ৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সব বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং (পোস্ট বেসিক) এবং বিএসসি ইন মিডওয়াইফারি (পোস্ট বেসিক) প্রথম এবং দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা (নতুন ও পুরাতন)-২০২২ পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত স্থগিত করা হলো।’

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বগুড়া নার্সিং কলেজের প্রভাষক মুসতা-নূর-সুলতানা, প্রভাষক গুলনাহার খাতুন ও সহযোগী অধ্যাপক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী বলেন, প্রশ্নফাঁসের অভিযোগের ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওইদিনই ছিল আমার শেষ অফিস। আমি এখন আর ওই দায়িত্বে নেই। কাজেই পরবর্তীতে কী ঘটেছে আর জানা নেই।

এ বিষয়ে বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ আরশে আরা বেগম জানান, তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি আমরা ওয়েবসাইটে দেখেছি। অধিদপ্তর থেকে আলাদা করে কিছু জানানো হয়নি। আর তদন্ত কমিটির ব্যাপারেও আমরা অবগত নই।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্সিং কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তিন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে। তবে এ কমিটি এখনো সরেজমিন পরিদর্শন বা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ করেনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশনা পেলে পরে তারিখ ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১০

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১১

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১২

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

১৩

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১৪

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১৫

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১৬

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

১৭

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

১৯

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

২০
X