রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ
প্রশ্নপত্র ফাঁস

নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত, তিন শিক্ষক বরখাস্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রশ্নফাঁসের অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধীনে বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং (পোস্ট বেসিক), বিএসসি ইন মিডওয়াইফারি (পোস্ট বেসিক) প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় অভিযুক্ত বগুড়া নার্সিং কলেজের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। ইতোমধ্যে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তেও উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ৮৩টি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর পরীক্ষার টেবিলে বসার প্রস্তুতি অপেক্ষায় চিল।

পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে একযোগে তিন বিভাগের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার কয়েকদিন আগে বগুড়া নার্সিং ও মিডওয়াইফারি কলেজে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর অডিও ফোন কল ফাঁস হয়। এ ঘটনায় পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এনে কলেজের কিছু শিক্ষক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অবগত করে। পরে অভিযোগটি আমলে নেয় অধিদপ্তর। একপর্যায়ে সব পরীক্ষা স্থগিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

অধিদপ্তরের নির্দেশে গত ১ ফেব্রুয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং কলেজসমূহে ৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সব বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং (পোস্ট বেসিক) এবং বিএসসি ইন মিডওয়াইফারি (পোস্ট বেসিক) প্রথম এবং দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা (নতুন ও পুরাতন)-২০২২ পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত স্থগিত করা হলো।’

এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বগুড়া নার্সিং কলেজের প্রভাষক মুসতা-নূর-সুলতানা, প্রভাষক গুলনাহার খাতুন ও সহযোগী অধ্যাপক আব্দুল বারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী বলেন, প্রশ্নফাঁসের অভিযোগের ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওইদিনই ছিল আমার শেষ অফিস। আমি এখন আর ওই দায়িত্বে নেই। কাজেই পরবর্তীতে কী ঘটেছে আর জানা নেই।

এ বিষয়ে বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ আরশে আরা বেগম জানান, তিন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি আমরা ওয়েবসাইটে দেখেছি। অধিদপ্তর থেকে আলাদা করে কিছু জানানো হয়নি। আর তদন্ত কমিটির ব্যাপারেও আমরা অবগত নই।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্সিং কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের তিন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে। তবে এ কমিটি এখনো সরেজমিন পরিদর্শন বা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ করেনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশনা পেলে পরে তারিখ ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

ফিরছেন দীপিকা 

১০

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

১১

নিজেই বাড়াচ্ছেন স্ট্রোকের ঝুঁকি, জানুন কীভাবে

১২

ধর্ষণের অভিযোগের পর চাপের মুখে বিয়ে

১৩

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প

১৪

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

১৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

১৬

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

১৭

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

১৮

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

১৯

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

২০
X