‘এই বৈশাখে বৈশ্বিক বৈভবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ’ ১৪৩১ বঙ্গাব্দ।
রোববার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যবাহী বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এ বর্ষবরণ উৎসবে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় উদযাপন কমিটির আহ্বায়ক চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এতে আরও উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।
দিনব্যাপী কর্মসূচি
অনুষ্ঠানের শুরুতেই সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে জারুলতলায় এসে শেষ হবে। পরে বেলা ১১ টায় জারুলতলায় বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হবে জাতীয় সংগীত, বৈশাখের গান ও নৃত্য অনুষ্ঠান। এ ছাড়া বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্যরা ‘শুভ নববর্ষ ১৪৩১’ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেবেন।
আলোচনা শেষে দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলী খেলা (মুক্ত মঞ্চে), কাবাডি খেলা (বুদ্ধিজীবী চত্বরে) এবং বউচি খেলা (চাকসু প্রাঙ্গনে) অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত থাকবে বিরতি।
বিরতি শেষে বিকাল সাড়ে ৩ টায় জারুলতলার বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে বিকেল সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ‘বে অব বেঙ্গল’ ব্যান্ড দলের মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন বর্ষবরণের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে রোববার সকাল ৮ টা ৪৫ মিনিটে একটি বাস নিউমার্কেট থেকে এবং অপর একটি বাস একইসময়ে আগ্রাবাদ থেকে ছেড়ে যথাক্রমে ১ ও ২ নং রুট অনুসরণ করে ক্যাম্পাসে পৌঁছবে এবং অনুষ্ঠান শেষে যথারীতি শহরে ফিরে যাবে। সার্বজনীন প্রাণের এ উৎসবে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্তব্য করুন