ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে ছুটির বিষয়ে কী বলছে ঢাবি প্রশাসন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ভাবছে তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার কালবেলাকে বলেন, আপাতত নতুন কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে এ ব্যাপারে আজ আলোচনা করা যেতে পারে। আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে সেটা জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমার ধারণা, স্কুল-কলেজের পরিবেশ বা প্রেক্ষাপটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের একটু ভিন্নতা রয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেকেই হেঁটে, সাইকেলে করে, ভ্যানে করে ক্লাস করতে বা পরীক্ষা দিতে যায়। অতিমাত্রায় তাপমাত্রা থাকায় এসব বাচ্চাদের যাতায়াতে অসুবিধা হয়। বিশেষ করে, রাজশাহী ও চুয়াডাঙ্গাসহ দেশের অন্যান্য কিছু এলাকায়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই আবাসিক হলে থাকে, তারা অল্প সময়েই ক্লাস-পরীক্ষায় যেতে পারে। যারা একটু দূরে থাকে, তারা রিকশা বা অন্যান্য যানবাহনে চলে আসতে পারে। আর যারা বাসায় থাকে তাদের আনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস দেওয়া আছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল-কলেজের বাচ্চাদের মতো এত বেশি সমস্যায় পড়তে হয় না। এ ছাড়া, আমাদের অর্ধেকেরও বেশি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত আছে। তারপরও বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এর আগে, গতকাল (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৭ দিন সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এর আগে, সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১০

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১১

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১২

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৩

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৪

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৫

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

১৬

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

১৭

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

১৮

বিএনপিকে ঘায়েল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

১৯

‘গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার প্রকাশ্য ট্রাইব্যুনালে হতে হবে’

২০
X