শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট শহরকে যানজটমুক্ত করতে শাবিপ্রবিতে কর্মশালা

শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে কর্মশালা সংক্রান্ত তথ্য জানান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক। ছবি : কালবেলা
শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে কর্মশালা সংক্রান্ত তথ্য জানান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক। ছবি : কালবেলা

সিলেট শহরকে যানজটমুক্ত করে গড়ে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় সিলেট সিটি করপোরেশনকে নিয়ে আগামী ১৪ মে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার (১২ মে) দুপুরে শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় সিলেট শহরকে যানজটমুক্ত করতে বর্তমানে শহরে সংগঠিত বিভিন্ন ধরণের যানজটসমস্যা সনাক্তকরণ ও সমাধানের উপায়গুলো সিটি করপোরেশনকে অবহিত করা হবে। সিলেটকে বসবাস উপযোগী একটি শহর হিসেবে গড়ে তুলতে সিইই বিভাগ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে আরো উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কারণ এইবিশ্ববিদ্যালয়ের প্রতি সিলেটের মানুষের অনেক প্রত্যাশা ও অধিকার রয়েছে। এরই দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ।

তিনি আরও বলেন, এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে আলোচক হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রজেক্ট পরিচালক (পেইস-১) অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরবেন ট্রাফিক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে থাকবেন আইইবি সিলেট সেন্টার’র চেয়ারম্যান সি.ই.ই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম। এই কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পিডব্লিওডি, এলজিইডি, এসসিসি, আরএইচডি, সিএএবি, সাস্ট ইঞ্জিনিয়ারিং সেকশন, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওআএ ফিল্ড প্রফেশনাল প্রকৌশলী, সিলেট আইইবি সেন্টারের এক্সিকিউটিভ কমিটির সদস্য অংশ নিবে। এছাড়াও সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিবেন। অনুষ্ঠানটি অনলাইন মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ-মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার

সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

১০

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

১১

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

১২

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

১৩

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

১৪

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

১৫

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

১৬

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১৭

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১৮

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১৯

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

২০
X