শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট শহরকে যানজটমুক্ত করতে শাবিপ্রবিতে কর্মশালা

শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে কর্মশালা সংক্রান্ত তথ্য জানান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক। ছবি : কালবেলা
শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে কর্মশালা সংক্রান্ত তথ্য জানান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক। ছবি : কালবেলা

সিলেট শহরকে যানজটমুক্ত করে গড়ে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় সিলেট সিটি করপোরেশনকে নিয়ে আগামী ১৪ মে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার (১২ মে) দুপুরে শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় সিলেট শহরকে যানজটমুক্ত করতে বর্তমানে শহরে সংগঠিত বিভিন্ন ধরণের যানজটসমস্যা সনাক্তকরণ ও সমাধানের উপায়গুলো সিটি করপোরেশনকে অবহিত করা হবে। সিলেটকে বসবাস উপযোগী একটি শহর হিসেবে গড়ে তুলতে সিইই বিভাগ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে আরো উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কারণ এইবিশ্ববিদ্যালয়ের প্রতি সিলেটের মানুষের অনেক প্রত্যাশা ও অধিকার রয়েছে। এরই দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ।

তিনি আরও বলেন, এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে আলোচক হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রজেক্ট পরিচালক (পেইস-১) অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরবেন ট্রাফিক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে থাকবেন আইইবি সিলেট সেন্টার’র চেয়ারম্যান সি.ই.ই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম। এই কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পিডব্লিওডি, এলজিইডি, এসসিসি, আরএইচডি, সিএএবি, সাস্ট ইঞ্জিনিয়ারিং সেকশন, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওআএ ফিল্ড প্রফেশনাল প্রকৌশলী, সিলেট আইইবি সেন্টারের এক্সিকিউটিভ কমিটির সদস্য অংশ নিবে। এছাড়াও সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিবেন। অনুষ্ঠানটি অনলাইন মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১০

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১১

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১২

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৩

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৪

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৫

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৬

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৮

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৯

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

২০
X