শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট শহরকে যানজটমুক্ত করতে শাবিপ্রবিতে কর্মশালা

শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে কর্মশালা সংক্রান্ত তথ্য জানান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক। ছবি : কালবেলা
শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে কর্মশালা সংক্রান্ত তথ্য জানান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক। ছবি : কালবেলা

সিলেট শহরকে যানজটমুক্ত করে গড়ে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় সিলেট সিটি করপোরেশনকে নিয়ে আগামী ১৪ মে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রোববার (১২ মে) দুপুরে শাবিপ্রবির প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় সিলেট শহরকে যানজটমুক্ত করতে বর্তমানে শহরে সংগঠিত বিভিন্ন ধরণের যানজটসমস্যা সনাক্তকরণ ও সমাধানের উপায়গুলো সিটি করপোরেশনকে অবহিত করা হবে। সিলেটকে বসবাস উপযোগী একটি শহর হিসেবে গড়ে তুলতে সিইই বিভাগ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে আরো উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কারণ এইবিশ্ববিদ্যালয়ের প্রতি সিলেটের মানুষের অনেক প্রত্যাশা ও অধিকার রয়েছে। এরই দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ।

তিনি আরও বলেন, এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এতে আলোচক হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রজেক্ট পরিচালক (পেইস-১) অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরবেন ট্রাফিক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে থাকবেন আইইবি সিলেট সেন্টার’র চেয়ারম্যান সি.ই.ই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম। এই কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পিডব্লিওডি, এলজিইডি, এসসিসি, আরএইচডি, সিএএবি, সাস্ট ইঞ্জিনিয়ারিং সেকশন, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওআএ ফিল্ড প্রফেশনাল প্রকৌশলী, সিলেট আইইবি সেন্টারের এক্সিকিউটিভ কমিটির সদস্য অংশ নিবে। এছাড়াও সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিবেন। অনুষ্ঠানটি অনলাইন মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

হাসনাতের ফেসবুক পোস্টে ৩ দাবি

যানজট ও দুর্ঘটনা রোধে মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে ‘সোনারগাঁ’ : মামুনুল হক

‘এ দেশে আ.লীগের নেতাকর্মীদের ভাত নেই’ 

ফিল্ম আর্কাইভে জাতীয় চলচ্চিত্র সংসদের সম্মেলন

‘শাহবাগে বড় স্ক্রিনে দেখানো হবে জুলাই গণহত্যার ডকুমেন্টারি’

নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত 

১০

‘সবাইকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একযোগে কাজ করতে হবে’

১১

ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা

১২

কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ সিএমপি কমিশনারের

১৩

অভিযোগও ভারতের, রায়ও ভারতের, হামলাও ভারতের : পাকিস্তান সেনার মুখপাত্র

১৪

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

১৫

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস

১৬

‘এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, জণগণের’

১৭

পাকিস্তানের পাশে দাঁড়াল আরও এক মুসলিম দেশ

১৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে শ্যামল-সিরাজ

১৯

পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদের অবস্থা নিয়ে যা বলছে বিসিবি

২০
X