কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

চুয়েটের সামনে বসল ডিভাইডার, রাস্তা সম্প্রসারণ শিগগিরই

চুয়েটের সামনে বসানো হয়েছে সড়ক ডিভাইডার। ছবি : কালবেলা
চুয়েটের সামনে বসানো হয়েছে সড়ক ডিভাইডার। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনের রাস্তায় ৫০টি ডিভাইডার বসিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

রোববার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এই ডিভাইডারগুলো বসানোর কাজ শুরু করা হয়।

এই কাজে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তর সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিকভাবে পর্যবেক্ষণের জন্যে বসানো হচ্ছে এই ডিভাইডারগুলো। সুফল পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ডিভাইডার বসানো হবে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে এই রাস্তাটি প্রশস্তকরণের পদক্ষেপ গ্রহণ করেছি। খুব দ্রুতই এই কাজ শুরু করা হবে। এক্ষেত্রে রাস্তার কিছু অংশ ১০ ফুট এবং কিছু অংশ ৫০ ফুটেরও বেশি প্রশস্ত করা হবে। আশা রাখছি, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা এসব কাজ শুরু করতে পারব।

এর আগে গত ২২ এপ্রিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে আন্দোলনে নামেন চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা উক্ত সড়ক অবরোধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা প্রশস্তকরণ, ডিভাইডার স্থাপন, ট্রাফিক পুলিশ নিয়োগসহ কয়েকটি দাবি উত্থাপন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা দাবি মানার অগ্রগতি পর্যবেক্ষণ করার শর্তে অবরোধ তুলে দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রাস্তায় ডিভাইডার বসানোর ঘটনাকে কেন্দ্র করে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান জাহিদ বলেন, এই ডিভাইডারগুলো বসানোকে আমরা আমাদের আন্দোলনের একটি অর্জন হিসেবে দেখছি। আমরা আমদের সব দাবি এবং সেগুলোর সাপেক্ষে গৃহীত পদক্ষেপ নিয়মিত পর্যবেক্ষণ করছি। শিগগিরই আমরা রাস্তা প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করব। তার পাশাপাশি আন্দোলন সফল করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব।

এ ব্যাপারে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ করে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে ৫০টি ডিভাইডার স্থাপন করেছে। তার পাশাপাশি উক্ত সড়ক প্রশস্তকরণ নিয়েও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তবুও আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে এই কাজগুলো যাতে শুরু করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

১৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

বিচারকদের কলমবিরতি কর্মসূচি প্রত্যাহার

পুলিশের কাছে নিখোঁজ তরুণীর বার্তা / ‘খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’

রোববার থেকে শুনানি শুরু / আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

কানের দুলের জন্য প্রাণ গেল শিশু হাফসার

১০

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

১১

হঠাৎ মহাসড়কে বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

১২

পদ ফিরে পেলেন বিএনপির ৪ নেতা

১৩

ঢাকা কলেজে ‘ইন্ট্রা সায়েন্স ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

১৪

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

১৫

এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে বার্সার এক হালি গোল

১৬

হলে জ্ঞান হারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার, হাসপাতালে মৃত্যু

১৭

সরাইলে বিএনপির ৩১ দফার প্রচারণা

১৮

ব্যানারে ফুটবলের জায়গায় ‘ফুটাবল’, স্টাফকে বাফুফের শোকজ

১৯

দাপুটে পারফরম্যান্সে সেনেগালকে হারাল ব্রাজিল

২০
X