কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই পরীক্ষা ২৪ মে হওয়া কথা ছিল। নতুন সূচি অনুযায়ী তা হবে আগামী ৩১ মে।

শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ৩১ মে (শনিবার) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নিয়মাবলী ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া এতে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী। আটক শিক্ষার্থীর নাম আবদুস সোবহান। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।

শুক্রবার (০৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ তে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক তার প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আব্দুস সোবহান জানান, দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছেন। সে নবম শ্রেণিতে পড়ে। একটি পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, প্রক্সি দিতে আসা একজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা করলে আমরা তাকে থানায় পাঠাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার কালবেলাকে বলেন, এ ঘটনার তথ্য তিনি জানেন না।

প্রসঙ্গত, শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বেরোবি কেন্দ্রে ৩২৬৩ জনসহ রংপুরের ১১টি কেন্দ্রে মোট ২৫৬৪৬ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেবে ইতালি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

সমুদ্রতীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার কাছে কিসের গুরুত্ব বেশি

হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে খেলোয়াড়দের ছাঁটাই করল আয়াক্স

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

বাংলাদেশে টয়োটার নতুন উদ্যোগ, বিক্রয়োত্তর সেবায় থাকবে নিরবচ্ছিন্ন সুবিধা

সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প

গবেষণা / অকালমৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ

১০

শহীদ আবু সাঈদের কবর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু

১১

৯ শিক্ষার্থী নিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে গেল নৌকা

১২

স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

১৩

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন

১৪

ঢালাইয়ের সময় ছাদের কার্নিশ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু

১৫

‘প্রমাণিত হলো, আ.লীগ কখনোই শোধরাবে না’

১৬

সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের

১৭

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

আম্পায়ারদের মানোন্নয়নে ‘বিশ্বসেরা’ আম্পায়ারকে আনছে বিসিবি

১৯

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন কাজল

২০
X