কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই পরীক্ষা ২৪ মে হওয়া কথা ছিল। নতুন সূচি অনুযায়ী তা হবে আগামী ৩১ মে।

শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ৩১ মে (শনিবার) বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নিয়মাবলী ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া এতে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী। আটক শিক্ষার্থীর নাম আবদুস সোবহান। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।

শুক্রবার (০৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ তে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক তার প্রবেশপত্রের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আব্দুস সোবহান জানান, দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছেন। সে নবম শ্রেণিতে পড়ে। একটি পক্ষ তাকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার মো. ফারুকের ছেলে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আজিজ স্বপন বলেন, প্রক্সি দিতে আসা একজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা করলে আমরা তাকে থানায় পাঠাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার কালবেলাকে বলেন, এ ঘটনার তথ্য তিনি জানেন না।

প্রসঙ্গত, শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পরীক্ষার্থী ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বেরোবি কেন্দ্রে ৩২৬৩ জনসহ রংপুরের ১১টি কেন্দ্রে মোট ২৫৬৪৬ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

১০

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

১১

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

১২

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

১৩

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

১৪

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

১৬

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

১৭

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

১৮

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

১৯

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

২০
X