জার্মানির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই বিদেশি শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করতে পারবেন। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা দিতে হবে।
জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ভালো ফলাফলের ভিত্তিতে আরও বেশ কিছু সুবিধা মিলবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে :
যেসব শর্ত মানতে হবে : আইইএলটিএস ছাড়া আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে আইইএলটিএসের বিকল্প পরীক্ষা। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের নীতি অনুযায়ী এ পরীক্ষা নিয়ে থাকে। কিছু বিশ্ববিদ্যালয় সরসরি সাক্ষাৎকার নিয়ে থাকে।
এ ছাড়া সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্স সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়া ও পরীক্ষা দিতে হবে। এ সংক্রান্ত সনদ আবেদনের সময় বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
তবে সব কোর্স ইংরেজি ভাষায় না পড়লেও আরও একটি সুযোগ রয়েছে। শিক্ষার্থীর যদি পিটিই (PTE), টোয়েফল (TOEFL), ডুয়োলিঙ্গো (Duolinguo) বা সিএই (CAE) পরীক্ষার সনদ থাকে; তাহলেও আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।
এ বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন