ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাবির সায়েম

মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাদাত মো. সায়েম। ছবি : কালবেলা
মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাদাত মো. সায়েম। ছবি : কালবেলা

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) সাবেক সভাপতি ও পরিবেশকর্মী আবু সাদাত মো. সায়েম মূকাভিনয় করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।

আগামী ২৪ থেকে ২৬ মে দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য সিউল ফ্রেন্ডশিপ ফেস্টিভালে মেয়র ও সে হোন এর আমন্ত্রণে তার এ যাত্রা। এ উপলক্ষে তিনি আগামী ২২ মে ঢাকা থেকে সিউলের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ২৯ মে সিউল থেকে ঢাকায় ফিরবেন।

ফেস্টিভ্যালে অংশগ্রহণের অনুভূতি জানিয়ে কালবেলাকে সায়েম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে মূকাভিনয় শিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন আন্দোলন ও সামাজিক প্রেক্ষাপটে কখনো রাস্তায় আবার কখনো মিছিল বা সমাবেশে মূকাভিনয় করেছি। এছাড়াও আমাদের নিয়মিত প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে মূকাভিনয়কে শুধু কোন শৈল্পিক চর্চার মাধ্যম নয় বরং এই শিল্পকে একটি আন্দোলন হিসেবেও আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। দেশের একজন নাগরিক ও শিল্পী হিসেবে যখন মাতৃভূমিকে কোন জায়গায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, অবশ্যই সেটা ব্যক্তি হিসেবে বেশ গর্বের।

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর ড. ফাদার তপন ডি’ রোজারিও বলেন, আমাদের মূকাভিনয় শিল্পীরা বরাবরই বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে সফলতার সঙ্গে। যে সকল শিল্পী দীর্ঘদিন ধরে মূকাভিনয় শিল্পের সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশের মূকাভিনয় শিল্পের চর্চাকে বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে সায়েম অন্যতম। আমি সবসময় তার কল্যাণ কামনা করি। একইসঙ্গে প্রত্যাশা করছি, দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সে দেশের জন্য সুনাম অর্জন করতে পারবে।

উল্লেখ্য, আবু সাদাত মো. সায়েম ২০১৭ সালে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনটির ২০২২-২৩ সেশনের সাধারণ সম্পাদক ও ২০২৩-২৪ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সদস্য হিসেবে কাজ করছেন ২০২১ সাল থেকে। এ পর্যন্ত তিনি দেশ ও দেশের বাইরে ১০০টিরও বেশি মূকাভিনয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে প্রায় ১০টি মৌলিক মূকগল্প ও ছায়া মূকগল্প লিখেছেন। উদ্বাস্তু, শেল্টার, প্রত্যাবর্তন ও নক্ষত্র পতনের রাত তার লেখা উল্লেখযোগ্য মূকগল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাকসু নির্বাচনে সাইবার বুলিংরোধে ৫ সদস্যের কমিটি

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় শঙ্কা দূর হয়েছে : যুবদল নেতা আমিন

আহত নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বাংলাদেশ পুনর্নির্মাণে ৩১ দফার বিকল্প নেই : লায়ন ফারুক 

চবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তপ্ত ক্যাম্পাস

অবশেষে জয়ের দেখা পেল ম্যানইউ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

আসিফের ঝড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

১০

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

১১

বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, মুগ্ধ নেটিজেনরা

১২

ডাচদের বিপক্ষে জয়ে যে রেকর্ড গড়ল লিটনরা

১৩

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৪

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন কমিটি নিয়ে নানা অভিযোগ

১৫

জয়ের কৃতিত্ব কাদের দিলেন লিটন?

১৬

চায়ের দোকানে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

ম্যাচসেরার পুরস্কার জিতে যা বললেন তাসকিন

১৮

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

১৯

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

২০
X