লাদাখে ছবির শুটিংয়ে গিয়ে আহত হয়েছেন বলিউড স্টার সালমান খান। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সালমানের শুটিং রাখা হয়। বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন এই অভিনেতা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডভাইজান। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন তিনি। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে।
অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি আগামী আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।
মন্তব্য করুন