চাঁদা দাবি ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য আদালতে আসেননি চিত্রনায়ক শাকিব খান। জ্বরে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে তার আইনজীবী সময়ের আবেদনে করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালত সময়ের আবেদনটি মঞ্জুর করেন। একইসঙ্গে আদালত আগামী ১৫ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এর আগে ২৩ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহ নামে এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।
গত ৫ জুলাই আসামি রহমতের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মন্তব্য করুন