বিয়ের সাল ঘোষণা করেছেন অভিনেত্রী জেবা জান্নাত। একটি টিভির ঈদ আয়োজনে অতিথি হয়েছিলেন তিনি। সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ‘বিয়ে করবেন কবে?’ জবাবে জেবা বলেন, ২০২৫ সালে। যদিও এখনও ছেলে ঠিক করা হয়নি। এর মধ্যে যদি ভালো কাউকে পেয়ে যাই অথবা বাবা-মা সিলেক্ট করে, তাহলে বিয়ে করে ফেলব।
অভিনেত্রীর কাছে আরও জানতে চাওয়া হয়, বাবা-মার পছন্দের ছেলে তাকে সুখী করতে পারবে কিনা? উত্তরে জেবা বলেন, আমার পছন্দের ছেলে যে আমাকে হ্যাপি রাখতে পারবে তার গ্যারান্টি কি? তা ছাড়া বাবা-মা পছন্দ করলে যাচাইয়ের সুযোগ থাকে। আমি যেটা এক বছরে যাচাই করব, বাবা-মা সেটা একদিনে করবে। ফলে বিয়ের পর কোনো ঝামেলা হলে তো অন্তত বাবা-মাকে বলতে পারব। কিন্তু নিজের পছন্দে বিয়ে করার পর ঝামেলা হলে কাকে বলব!
উল্লেখ্য, কিছুদিন আগে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে জেবাকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তবে নিষেধাজ্ঞার পরেও অভিনয়ে নিজের কার্যক্রম চালিয়ে যান তিনি। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।
মন্তব্য করুন