কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ব্রেইন টিউমার কেন হয়?

ব্রেইন টিউমার ।  ছবি : সংগৃহীত
ব্রেইন টিউমার । ছবি : সংগৃহীত

ব্রেইন বা মস্তিষ্কের টিউমার কেন হয়, তার নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা সম্ভব হয়নি। টিউমার আমাদের মানবদেহের যে কোনো জায়গায় হতে পারে। এ কারণে ব্রেইনেও টিউমার হওয়ার আশঙ্কা থেকে যায়। মস্তিষ্কে টিউমার হওয়ার পেছনে জিনের অস্বাভাবিকতাকে দায়ী করা হয়।

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক টেনটোরিয়াম নামক একটি পর্দা দিয়ে দুটি প্রকোষ্ঠে বিভক্ত। একটি হলো ‘ওপরের প্রকোষ্ঠ’, অন্যটি ‘নিচের প্রকোষ্ঠ’। বিশেষজ্ঞরা বলছেন, একজন পূর্ণবয়স্ক মানুষের ওপরের প্রকোষ্ঠে ৮০ থেকে ৮৫ শতাংশ টিউমার হতে পারে এবং নিচেরটিতে ১৫ থেকে ২০ শতাংশ। আর শিশুদের ক্ষেত্রে ওপরের প্রকোষ্ঠে ৪০ শতাংশ এবং নিচেরটিতে ৬০ শতাংশ টিউমার হতে পারে।

ব্রেইন টিউমারের প্রকার

ব্রেইন টিউমার প্রধানত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি, বেনাইন টিউমার (যা ক্যান্সার নয়) এবং দ্বিতীয়টি ম্যালিগন্যান্ট টিউমার (এটি ক্যান্সার জাতীয় টিউমার)। ম্যালিগন্যান্ট টিউমার আবার দুই ধরনের। প্রাথমিক ম্যালিগন্যান্ট টিউমার (যা মস্তিষ্কের মধ্য থেকে উৎপত্তি হয়ে থাকে) এবং মেটাস্টেটিক টিউমার (যা শরীরের অন্য জায়গায় উৎপন্ন হয়ে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে)।

ব্রেইন টিউমারের কারণ

মানুষের শরীরে কিছু জিন আছে, যা টিউমার হওয়ার প্রক্রিয়াকে প্রতিরোধ করে। এদের বলে টিউমার সাপ্রেসর জিন। কোনো কারণে টিউমার সাপ্রেসর জিন যদি যথাযথ কাজ না করে, তাহলে ব্রেইন টিউমার হয়ে থাকে।

ব্রেইন টিউমারের লক্ষণ

১. ব্রেইন টিউমারের প্রাথমিক লক্ষণ মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা। তবে মাথাব্যথা মানেই ব্রেইন টিউমার নয়। সাধারণত মাথাব্যথার ১ শতাংশেরও কম কারণ হলো ব্রেইন টিউমার।

২. ব্রেইন টিউমারের জন্য যে মাথাব্যথা হয়, তা সাধারণত খুব ভোরে শুরু হয়। সঙ্গে খিঁচুনি হতে পারে। খিঁচুনি সাধারণত হাতে বা পায়ে বা অন্য কোনো স্থান থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই মাথাব্যথা কিছুতেই যেতে চায় না।

৩. মস্তিষ্কের ভেতর পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলে রোগীর দৃষ্টিশক্তি কমে যায়। রোগী সামনের অংশটুকু ভালো দেখতে পেলেও দুপাশে দেখতে পান না এবং একপর্যায়ে অন্ধ হয়ে যান।

৪. ব্রেইনের সামনের অংশে বা ফ্রন্টাল লোবে টিউমার হলে রোগীর স্মৃতিশক্তি কমে যায়। তিনি অস্বাভাবিক আচরণ করেন। দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়।

৫. মটর এরিয়ায় টিউমার হলে যেদিকে টিউমার, তার উল্টো দিকে প্যারালাইসিস হয়ে থাকে।

৬. মস্তিষ্কের খুলির নিচের প্রকোষ্ঠে টিউমার হলে রোগী হাঁটতে গেলে পড়ে যান বা ভারসাম্য হারিয়ে ফেলেন। কানে ঠিকমতো শোনেন না। কথা স্পষ্ট করে বলতে পারেন না।

এ ছাড়া মুখের স্বাদ চলে যাওয়া, কাঁপুনি দেওয়া, হাত বা শরীরের একদিক অবশ হয়ে যাওয়া, ভারসাম্য রক্ষা করতে না পারা, বমি পাওয়া বা বমি হওয়াসহ বিভিন্ন লক্ষণ রয়েছে।

ব্রেইন টিউমারের ঝুঁকি যাদের বেশি

১. বেশিরভাগ সময়ই দেখা যায়, ষাটোর্ধ্ব বা তারও বেশি বয়সে মানুষ এ সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

২. এক্স-রে, সিটি স্ক্যান, রেডিওথেরাপি বেশি মাত্রায় হলেও এ রোগের ঝুঁকি বাড়ে।

৩. জিনগত রোগ, যেমন—স্কেলেরোসিস, টার্নার সিনড্রোম, টাইপ-১ ও টাইপ-২ নিউরোফাইব্রোম্যাটোসিস আছে এমন ব্যক্তিও ব্রেইন টিউমারে আক্রান্ত হন।

৪. ব্রেইন টিউমার বংশপরম্পরায়ও হয়ে থাকে। আগে পরিবারে এই রোগে কেউ আক্রান্ত হলে অন্যদেরও ঝুঁকি থাকে।

ব্রেইন টিউমারের চিকিৎসা

কত দ্রুত টিউমারটি বেড়ে উঠছে, কোন অংশে হয়েছে, স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টিউমারটি ক্যান্সারাস কিনা ইত্যাদি বিষয় দেখার পরই চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রেইন টিউমার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিরাময়যোগ্য, অন্যথায় রোগীর প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে।

ব্রেইন টিউমার থেকে নিস্তার পেতে করণীয়

ব্রেইন টিউমারের সঠিক কোনো কারণ শনাক্ত না হলেও কিছু সাধারণ নিয়ম ও স্বাস্থ্যকর জীবনব্যবস্থা ব্রেইন টিউমারকে দূরে রাখতে সহায়ক বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে রয়েছে—

১. ক্যান্সার প্রতিরোধী খাবার গ্রহণ ২. পর্যাপ্ত ঘুম ৩. মোবাইলের সীমিত ব্যবহার ৪. ধূমপান বর্জন করা

এ ছাড়া নিয়মিত শরীরচর্চা করা, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিমূলক কাজ করা (ধাঁধা কিংবা গণিত সমাধান), মানসিক চাপ কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের শুল্ক কমানো নিয়ে ট্রাম্প বললেন, দেরি হয়ে গেছে

প্রথম বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির আইআইএর একাডেমিক প্রোগ্রামে যোগদান

এসএমসি সেনসেশন কনডমের ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সালমান মুক্তাদির

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত নেই ফার্স সিকিউরিটি ইসলামী ব্যাংকের

চোখের সামনেই ডুবে গেল কৃষকের স্বপ্ন

বাকৃবিতে নির্দিষ্টকালের জন্য রেল অবরোধ ও ব্যাংকে তালা

দল বদলের শেষ দিনে যা ঘটেছিল এমি মার্টিনেজের সাথে

না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

১০

স্ট্যাটাস দিই, আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

১১

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায় 

১২

দৈনন্দিন যে ৫ ভুলে নীরবে বেড়ে যাচ্ছে টাকের ঝুঁকি

১৩

উত্তরা ইপিজেডে কারখানা বন্ধের জেরে সংঘর্ষ, শ্রমিক নিহত

১৪

হত্যাচেষ্টার নতুন মামলায় নাসার নজরুল গ্রেপ্তার 

১৫

স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

১৬

এক চেকপোস্টে বদলে গেল সিলেট-ঢাকা মহাসড়ক

১৭

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

১৮

বিসিবির নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল

১৯

ছেলেদের বিপক্ষে আবারও মাঠে নামবে মেয়েরা, সূচি চূড়ান্ত

২০
X