কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

দেশের একমাত্র সনদধারী রোবটিক সার্জন ডা. ঝিনুক

ডা. সরকার কামরুন জাহান ঝিনুক। ছবি : সৌজন্য
ডা. সরকার কামরুন জাহান ঝিনুক। ছবি : সৌজন্য

চিকিৎসাবিজ্ঞানের নতুন সংযোজন রোবটিক সার্জারি। রোবটের সহায়তায় সুক্ষ্ম সার্জারি। রোবোটিক আর্ম নিয়ন্ত্রিত হয় বিশেষজ্ঞ সার্জন দ্বারা। শরীরের নির্দিষ্ট স্থানে ছোট্ট একটি মাত্র ছিদ্রের মাধ্যমে রোবটিক সার্জারি হরা হয়। এই পদ্ধতির সার্জারিতে ঝুঁকি ও জটিলতা খুবই কম বলে মত চিকিৎসকদের। কাটাছেঁড়া না করে ল্যাপারোস্কপির মাধ্যমেও সার্জারি হয়ে আসছে অনেক দিন আগে থেকে। এ জন্য দুই থেকে চারটি ছিদ্র করা লাগত অস্ত্রোপচারের জন্য। তবে এ ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি হলো রোবোটিক সার্জারি। যে পদ্ধতিতে মাত্র একটি ছিদ্র করে রক্তপাতহীন সার্জারি করা সম্ভব। ২০১১ সাল থেকে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রোবোটিক সার্জারি শুরু হয়। এশিয়ায় এ ক্ষেত্রে নেতৃত্বে রয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ এই প্রযুক্তির সঙ্গে এখনো সম্পৃক্ত না হলেও ডা. সরকার কামরুন জাহান ঝিনুক ইতিমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক সনদ অর্জন করেছেন।

তিনি বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জনের দায়িত্ব পালন করছেন। তিনিই দেশে একমাত্র রোবটিক সার্জারির ফেলোশিপ ডিগ্রী অর্জনকারী ও দেশের প্রথম রোবোটিক পাসপোর্টধারী। এই পাসপোর্ট (সনদ) অর্জনের কারণে তিনি বিশ্বের যেসব দেশে রোবোটিক সার্জারি প্রচলিত আছে, সেখানে কাজ করার যোগ্যতা অর্জন করেছেন। ডা. সরকার কামরুন জাহান ঝিনুক ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে সার্জারি বিষয়ে এমসিপিএস ও এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব লন্ডন থেকে এমআরসিএস ডিগ্রি অর্জন করেছেন।

ডা. সরকার কামরুন জাহান ঝিনুক কালবেলাকে বলেন, চলতি বছরের ১৭ এপ্রিল থেকে ২০ জুলাই পর্যন্ত চার মাসের একটি ফেলোশিপে কোরিয়া ইউনিভার্সিটি হাসপাতালে এই কোর্সটি সম্পন্ন করেন। সেখানে তিন মাস প্রশিক্ষণ শেষে এক মাসের থিসিস করতে হয়। তার অংশ হিসেবে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড রোবটিক ইনস্টিটিউটে (ওআরআই) উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবধরণের পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ায় কোরিয়া ইউনিভার্সিটি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রোবটিক সার্জারিতে ফেলোশিপ ডিগ্রী প্রদান করেন। সেই সঙ্গে অর্জন করেন দ্য ভিঞ্চি রোবটিক সার্জারি পাসপোর্ট সার্টিফিকেট।

রোবটিক সার্জারির সুবিধা তুলে ধরে এই সার্জন বলেন, প্রচলিত অপারেশন ও ল্যাপারোস্কপি থেকেও অন্তত ১০ গুণ বেশি সুবিধা রোবটিক সার্জারিতে। সামান্য একটি ছিদ্রের মাধ্যমে রোবটিক সার্জারিতে রক্তপাতহীনভাবে জটিল অপারেশন করা সম্ভব। প্রচলিত সার্জারির চেয়ে লোকবলও কম প্রয়োজন হয়। অপারেশনে সময় কম প্রয়োজন হয়। মাত্র একজন দক্ষ সার্জন ও একজন নার্স দ্বারা রোবটিক এ্যসিস্ট্যান্সে এই অপারেশন সম্পন্ন করা যায়। রোবটিক সার্জারিকে বলা হয় নন টাচ টেকনিক অপারশন। একজন দক্ষ সার্জন রোগীকে স্পর্শ না করেই রোবট দ্বারা অপারেট করার মাধ্যমে সার্জারি করে থাকেন। ফলে সার্জারি পরবর্তী জটিলতা কিংবা ইনফেকশন হারও তুলনামূলকভাবে শূন্যের কোঠায়। রোবট সুক্ষ্মভাবে অপারেশন পরিচালনা করে থাকে বলে ভুল হওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম।

কামরুন জাহান বলেন, বর্তমানে সাধারণ অস্ত্রোপচারে সবচেয়ে বড় সমস্যা সংক্রমণ ছড়িয়ে পড়া। সংক্রমণ ছড়িয়ে পড়লে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে রোগীকে অনেক সময় বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। সে ক্ষেত্রে রোবটিক সার্জারি উত্তম।

ডা. সরকার কামরুন জাহান ঝিনুকের সনদের বিষয়ে সোসাইটি অব সার্জনস এর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. সরদার এ নাইম বলেন, কামরুন জাহান দেশের একমাত্র আন্তর্জাতিক সনদধারী রোবটিক সার্জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক 

১০

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সাবেক পিএ টিটু গ্রেপ্তার

১১

ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান

১২

বিয়ের পিঁড়িতে বসা হলো না শহীদ সুজন মাহমুদের

১৩

বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

১৪

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

১৫

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাদের সাক্ষাৎ 

১৬

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারের’ প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

১৮

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৯

সোনার নতুন দাম কার্যকর আজ

২০
X